More
    Homeঅনান্যBarasat post office বারাসাত ডিভিশন সব পোস্ট অফিসে চালু করল নতুন গ্রাহক...

    Barasat post office বারাসাত ডিভিশন সব পোস্ট অফিসে চালু করল নতুন গ্রাহক পরিষেবা কেন্দ্র।

    Today Kolkata:- গ্রাহকদের স্বার্থে নতুন পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় ডাক বিভাগের বারাসাত ডিভিশনের বারাসাত পোস্ট অফিস (Barasat post office)। পোস্ট অফিসে প্রতিদিনই হাজারো মানুষ আছেন হাজারো কাজ নিয়ে। কিন্তু অধিকাংশ মানুষই বুঝতে পারেন না কোন কাজের জন্য কোন বিভাগে যোগাযোগ করবেন। কিম্বা কোন আধিকারিক সঙ্গে কথা বলবেন। গ্রাহকরা যাতে কোনরকম হয়রানিতে না পড়েন এবং ভালোভাবে ভারতীয় ডাক বিভাগের পরিষেবা পেতে পারেন তার জন্য বারাসাত পোস্ট অফিসের ডিভিশন অফিসের পক্ষ থেকে চালু করা হলো নতুন গ্রাহক সহায়তা কেন্দ্র। নতুন গ্রাহক সহায়তা কেন্দ্রে এক জালানা নীতিতে গ্রাহকরা যাতে পোস্ট অফিসের যাবতীয় পরিষেবা।

    যথাযথভাবে পেতে পারেন সেই ব্যবস্থাই করলেন বারাসাত ডিভিশনের সুপারিনটেনডেন্ট অরূপ কুমার দাস। বারাসাত কিংবা বনগাঁ অথবা বসিরহাট সবকটা বড় পোস্ট অফিসে এবার থেকে চালু হবে নতুন এই গ্রাহক সহায়তা কেন্দ্র। যা সব সময় নিয়োজিত থাকবে গ্রাহক পরিষেবায়। নতুন গ্রাহক পরিষেবা কেন্দ্র চালু হলে একদিকে যেমন মানুষ সুষ্ঠুভাবে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম গুলো জানতে পারবেন অন্যদিকে তেমন পরিষেবা পেতে কোন রকম অসুবিধা হলে সহজেই তা আধিকারিকদের নজরে আনতে পারবেন বলেই বিশ্বাস করেন ডিভিশনাল সুপারিনটেনডেন্ট অরূপ কুমার দাস।

    Barasat post office বারাসাত ডিভিশন সব পোস্ট অফিসে চালু করল নতুন গ্রাহক পরিষেবা কেন্দ্র।

    নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

    Bangladesh বাংলাদেশে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে।

    কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মাতা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ।

    MORE NEWS – পর্যটকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে হোমস্টে।

    ডুয়ার্স, জঙ্গল ,কিংবা পাহাড় এর পর্যটন গুলিতে হোমস্টে (Homestay) ইতিমধ্যে পর্যটকদের আকর্ষণ কেড়েছে। গত কয়েক বছরে পর্যটকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে হোমস্টে। পর্যটন গুলি কেন্দ্রের কর্মসংস্থান ও উন্নতি হয়েছে। তবে পাহাড় জঙ্গল ডুয়ার্স কেন এবারে কর্মসংস্থানের লক্ষ্যে মালদার পর্যটন এলাকাতেও হোমস্টে করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায় প্রশাসনের কাছে ইতিমধ্যে হোমস্টে গড়াতে চেয়ে প্রায় ১০০ জন আবেদন জমা করেছে। সেসব আবেদনগুলি যাচাই করা দেখা হচ্ছে। যে সমস্ত উদ্যোগীরা হোমস্টে করতে চেয়ে আবেদন করেছেন তাদের সরকারের তরফ থেকে আর্থিক অনুদানও দেওয়া হবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments