More
    Homeঅনান্যBarrackpore ব্যারাকপুর বারাসাত রোডের উপর সুয়ারেজ সিস্টেমের কাজ শুরু হতে চলেছে।

    Barrackpore ব্যারাকপুর বারাসাত রোডের উপর সুয়ারেজ সিস্টেমের কাজ শুরু হতে চলেছে।

    Today Kolkata:- ব্যারাকপুর (Barrackpore) পৌরসভার তত্ত্বাবধানে ব্যারাকপুর বারাসাত রোডের উপর সুয়ারেজ সিস্টেমের কাজ শুরু হতে চলেছে আগামী 27 তারিখ থেকে আর এই কাজের জন্য ব্যারাকপুর (Barrackpore) পৌরসভা ও PWD’র পক্ষ থেকে জানানো হয় মাস দেড়েকের জন্য ব্যারাকপুর বারাসাত রোড গাড়ি চলাচল বন্ধ থাকবে। ব্যস্ততম ব্যারাকপুর বারাসাত রোড বন্ধ রাখার সিদ্ধান্ত সাধারণ মানুষকে অনেকটাই অসুবিধার সম্মুখী হতে হবে। ভবিষ্যতের পরিকল্পনা আরও উন্নতির জন্য মানুষকে কিছুদিন এই অসুবিধার মধ্যে পড়তে হবে এমনটাই জানালেন ব্যারাকপুর (Barrackpore) পৌরসভার পৌর প্রধান উত্তম দাস।

    Barrackpore ব্যারাকপুর বারাসাত রোডের উপর সুয়ারেজ সিস্টেমের কাজ শুরু হতে চলেছে।

    MORE NEWS – MP Arjun Singh পাট শিল্প খোলার দাবিতে অর্জুন সিংহএর মতামত।

    Today Kolkata:- পাটের শিল্প নিয়ে যে আন্দোলন এ অর্জুন সিংহ (MP Arjun Singh) নেমেছিলেন তার কতগুলো দাবি ছিল মূলত দুটো দাবি রেখেছিলেন তার মধ্যে একটা হাই প্রাইস ক্যাপ সেটা সরিয়ে দেওয়া হয়েছে। মানে আমরা ঠিকই বলেছিলাম পাটের উর্ধ্বসীমা তুলে দিতে হবে সেটা জুট কমিশনার মেনে নিয়েছেন। দ্বিতীয়টা হল টেরিফ কমিশন। এই ইস্যুটা যত তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে ততো যে কারখানাগুলো বন্ধ আছে সেটা খোলার মধ্যে অনেকটা সুবিধা পাওয়া যাবে। এটাই ছিল মূল উদ্দেশ্য। এর জন্য কমিটি বানানো হয়েছে সেই কমিটি কাজ করছে সামান্য হলেও সার্থক হয়েছে পুরো সাকসেস তখনই হবে যখন টারিফ কমিশন lagu হবে। 15-16 টা মিল যে বন্ধ হয়ে আছে সেগুলোর প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়িটি টাকা পাওয়া যাবে। আমলাদের কথা শুনে এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। CONTINUE READING

    MORE NEWS – Malda বকেয়া টাকা চাওয়ায় কাপড় ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল।

    মালদা:- বকেয়া টাকা চাওয়ায় কাপড় ব্যবসায়ীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে Malda ইংরেজবাজার থানার মিলকি হাসপাতাল মোড় এলাকায়। জানা গেছে আক্রান্ত ওই কাপড় ব্যবসায়ী নাম সারফরাজ মৌমিন। বাড়ি ইংলিশবাজার থানার কামালতিপুর এলাকায়। জানা যায় স্থানীয় বাসিন্দা মারাজ আনসারির কাছে ১৭৫ টাকা পেত সারফরাজ মৌমিন। অভিযোগ এদিন সকালে সেই টাকা চাওয়ায় অভিযুক্ত মারাজ আনসারি তার দোকানে চড়াও হয় এবং তাকে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর ভাবে আহত হয় ওই কাপড় ব্যবসায়ী সারফরাজ মৌমিন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments