More
    HomeখবরBhadu Sk Case ভাদু শেখ খুনে CBI জালে আরও ১, গ্রেপ্তার মাস্টারমাইন্ড।

    Bhadu Sk Case ভাদু শেখ খুনে CBI জালে আরও ১, গ্রেপ্তার মাস্টারমাইন্ড।

    Today Kolkata:- Bhadu Sk Case বগটুইয়ের তৃণমূল নেতা ভাদু শেখ খুনে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল সিবিআই। মঙ্গলবার রাতে রামপুরহাটের বগটুই গ্রাম থেকে ফয়জল শেখ ওরফে পলাশ শেখকে গ্রেপ্তার করা হয়। তৃণমূল উপপ্রধানের খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিল পলাশ। আজ বুধবারই তাকে রামপুরহাট আদালতে তোলা হবে তাকে। সিবিআই সূত্রে খবর, পলাশকে জেরা করলে ভাদু শেখ হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন হবে। গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ভাদু শেখের উপর বোমা হামলা হয়, তিনি খুন হন। সেই রাতেই বগটুই গ্রামে ঘটে যায় ‘গণহত্যা’। এরপর থেকেই পলাতক ছিলেন পলাশ।

    মোবাইল টাওয়ারের লোকেশন দেখে বুধবার রাতে বগটুই গ্রাম থেকেই তাকে গ্রেপ্তার করল সিবিআই। উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার্জশিটে নাম ছিল তার। খুনের ৮ মাস পর মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করল সিবিআই। ইতিপূর্বে এই ঘটনায় হত্যাকাণ্ডের আরেক মাস্টারমাইন্ড সোনা শেখকে গ্রেপ্তার করে সিবিআই। গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ভাদু শেখের উপর বোমা হামলা হয়। তিনি খুন হন। সোনা শেখই এই হামলার মূল চক্রী বলে অভিযোগ ওঠে। ওইদিন রাতে গ্রামের ভিতর সোনা শেখের বাড়িতে ভাঙচুর চলে। ভাদুর অনুগামীরাই ভাঙচুর চালিয়েছিল বলে অভিযোগ।পরেরদিন ভোরে তার বাড়ি থেকে সাত জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেছিল পুলিশ।

    Bhadu Sk Case ভাদু শেখ খুনে CBI জালে আরও ১, গ্রেপ্তার মাস্টারমাইন্ড।

    Weather Bangapasagar Cyclone বঙ্গোপসাগরে ফের সাইক্লোন! পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    Supreme Court সুপ্রিম স্থগিতাদেশের পর বন্ধ বেতন ? ফের শীর্ষ আদালতের দ্বারস্থ ২৬৯ জন চাকরিহারা শিক্ষক।

    Suvendu Adhikari & Mamata Banerjee চাকরি নিয়োগ দুর্নীতির ১ নম্বর কিংপিন মমতা, বিস্ফোরক দাবি শুভেন্দুর।

    MORE NEWS – গ্রুপবাজি’ চলবে না! এজলাস থেকেই কর্মীদের বার্তা কেষ্টর।

    জেলে থাকলেও দাপট এখনও এতটুকু কমেনি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। আর তাই ‘গ্রুপবাজি’ চলবে না’ বলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলের নেতা– কর্মীদের বার্তা দিয়ে হুঙ্কার ছাড়েন বীরভূম দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অভিযুক্ত বলে অনুব্রত ওরফে কেষ্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে সংশোধনাগারে রয়েছেন। শনিবার তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হলে তাঁর জামিন খারিজ করেন বিচারক। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments