More
    Homeখবরখেলার সময়ে বোমা বিস্ফোরণ , মাথাভাঙায় গুরুতর জখম চতুর্থ শ্রেণীর পড়ুয়া।

    খেলার সময়ে বোমা বিস্ফোরণ , মাথাভাঙায় গুরুতর জখম চতুর্থ শ্রেণীর পড়ুয়া।

    Today Kolkata:- খেলতে খেলতে বোমা (Bomb) ফেটে আহত শিশু। রবিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য কোচবিহারের (Coochbihar) মাথাভাঙায়। শিশু সুজয় বর্মন গুরুতর আহত অবস্থায় ভর্তি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। চতুর্থ শ্রেণীর ছাত্র সুজয়ের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মাথাভাঙা থানার (Mathavanga Police) পুলিশ।

    খেলার সময়ে বোমা বিস্ফোরণ , মাথাভাঙায় গুরুতর জখম চতুর্থ শ্রেণীর পড়ুয়া

    খেলার সময়ে বোমা বিস্ফোরণ , মাথাভাঙায় গুরুতর জখম চতুর্থ শ্রেণীর পড়ুয়া

    স্থানীয় সূত্রে খবর , রবিবার মাথাভাঙা ১ নম্বর ব্লকের কেদারহাট (Kedarhat) গ্রাম পঞ্চায়েতের দীগলটারি এলাকায় এই বিস্ফোরণটি ঘটে। আলু ক্ষেতে জল দেওয়ার জন্য মোটর লাগাচ্ছিলেন এলাকার ধনপতি বর্মণ (Dhanpati Barman)। সেই সময় তাঁর বাড়ির শিশুরা খেলার ছলে জলে নামায় তিনি তাদের বকুনি দেন করেন। বকুনি খেয়ে ওই শিশুরা জলাশয় থেকে উঠে একটি কালভার্টের পাশে খেলছিল।

    জানা যায় ,ঠিক ওই মুহূর্তেই তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। ধনপতি (Dhanapati Barman) দেখেন যন্ত্রণায় ছটফট করছে তাঁর ভাইপো (Nephew)। বোমার আঘাতে মাটিতে পড়ে কাতরাচ্ছে সে। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের ছোটেন ধনপতি ও স্থানীয় লোকজন। কোথা থেকে এই বোমা এল, কিছুই বুঝতে পারছি না। জানিয়েছেন কাকা ধনপতি। গ্রামের মধ্যে কীভাবে বোমা এল খতিয়ে দেখছে পুলিশ (Police)।

    খেলার সময়ে বোমা বিস্ফোরণ , মাথাভাঙায় গুরুতর জখম চতুর্থ শ্রেণীর পড়ুয়া।

    শুধু বিরোধী মুখ নয়, ২০২৪ সালে বিরোধীদের প্রধানমন্ত্রিত্বের মুখ রাহুল গান্ধী, দাবি কমলনাথের।

    MORE NEWS – নতুন বছরে কাটমানি বন্ধ করে দিন , তৃণমূলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েও খোঁচা দিলীপ ঘোষের।

    নতুন বছরে কাটমানি বন্ধ করে দিন , তৃণমূলকে (Trinamool Congress) নববর্ষের শুভেচ্ছা জানিয়েও খোঁচা বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। নতুন বছরের সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়ে স্বভাবভঙ্গিতে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress)। তবে কটাক্ষের মাঝে নববর্ষের শুভেচ্ছা জানাতে ভুললেন না তৃণমূল কংগ্রেসকে। CONTINUE READING

    MORE NEWS – তৃণমূলের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী, দেখে নিন কর্মসূচী।

    তৃণমূল কংগ্রেসের (Trinomool Congress) ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজনৈতিক দল হিসাবে এবার ২৫ বছর পূর্ণ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সমস্ত সাংসদ, বিধায়ক এবং রাজ্য মন্ত্রী সহ দলীয় কর্মীদের উদ্দেশ্য করে ভাষণ দেবেন। রাজ্য, জেলা ও ব্লক কমিটির আধিকারিকদের পাশাপাশি দলের মহিলা ও যুব ফ্রন্টের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments