More
    Homeখবরমহারাষ্ট্রে জিন্দাল গোষ্ঠীর প্লাষ্টিক কারখানায় আগুন, গুরতর জখম ১৪ শ্রমিক।

    মহারাষ্ট্রে জিন্দাল গোষ্ঠীর প্লাষ্টিক কারখানায় আগুন, গুরতর জখম ১৪ শ্রমিক।

    Today Kolkata:- জিন্দাল গোষ্ঠীর (Jindal) প্লাষ্টিক কারখানায় অগ্নিকাণ্ড। ঘটনাস্থল মহারাষ্ট্রের (Maharastra) নাসিকের মুণ্ডেগাঁও গ্রাম। বয়লার ফেটে আগুন বলে জানা গেছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে , মুহূর্তের মধ্যে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের (Fire Briged) বিশেষ বাহিনী। পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।

    অন্তত এগারো জন শ্রমিককে (Labour) কারখানা থেকে উদ্ধার করা গেলেও, বহু শ্রমিক কারখানার (Factory) ভিতরে আটকে ছিলেন। দমকলের এক আধিকারিক জানিয়েছেন ,ঠিক কী কারণে বয়লার ফেটে আগুন লাগল ,তা এখনও অবধি বোঝা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে কারণ খতিয়ে দেখার চেষ্টা করা হবে।

    মহারাষ্ট্রে জিন্দাল গোষ্ঠীর প্লাষ্টিক কারখানায় আগুন , গুরতর জখম ১৪ শ্রমিক

    মহারাষ্ট্রে জিন্দাল গোষ্ঠীর প্লাষ্টিক কারখানায় আগুন , গুরতর জখম ১৪ শ্রমিক

    কারখানা চত্বর এবং সংলগ্ন এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।ইতিমধ্যেই কারখানা (Factory) থেকে ১ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। মৃত এক মহিলা। তাঁর শরীরের প্রায় সত্তর শতাংশ পুড়ে গিয়েছে। ১৪ জন শ্রমিক (Labour) আগুনে গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক। এমনটাই জানা গেছে।

    মহারাষ্ট্রের (Maharastra) মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) জানিয়েছেন ,আহত এবং কারখানার ভিতর আটকে পড়া শ্রমিকদের পাশে সরকার। উদ্ধারকাজে গতি আনতে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) একটি হেলিকপ্টারকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। রবিবার ছুটির দিন হওয়ায় কম শ্রমিক (Labour) কাজ করছিলেন। না হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত। এমনটাই জানা গেছে জেলা প্রশাসন সূত্রে।

    মহারাষ্ট্রে জিন্দাল গোষ্ঠীর প্লাষ্টিক কারখানায় আগুন, গুরতর জখম ১৪ শ্রমিক।

    নতুন বছরে কাটমানি বন্ধ করে দিন , তৃণমূলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েও খোঁচা দিলীপ ঘোষের।

    ”নন্দীগ্রামে পরাজয়ের জ্বালা ভুলতে পারেননি, সেই কারণেই মঞ্চে ওঠেননি” : মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ শুভেন্দুর।

    MORE NEWS – শুধু বিরোধী মুখ নয়, ২০২৪ সালে বিরোধীদের প্রধানমন্ত্রিত্বের মুখ রাহুল গান্ধী, দাবি কমলনাথের।

    ২০২৪ সালের লোকসভায় বিরোধী মুখই কেবল নন, প্রধানমন্ত্রিত্বের মুখ রাহুল গান্ধী। এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। ভারত জোড়ো যাত্রার মতো দীর্ঘ কর্মসূচিতে রাহুলের যোগদানের প্রশংসা করতে গিয়ে এভাবেই পঞ্চমুখ হলেন তিনি। কার্যত এই প্রথম কংগ্রেস নেতৃত্বের কেউ আগামী লোকসভা নির্বাচনে রাহুলের ভূমিকা এমন দাবি করলেন। প্রসঙ্গত, ভারত জোড়ো যাত্রায় ১০০ দিন পেরিয়ে গিয়েছে। এই যাত্রাকে ঘিরে কংগ্রেস প্রথম থেকেই উচ্চাকাঙ্ক্ষী। বিশেষ করে রাহুল গান্ধী। কিছুদিন আগেই তাঁকে বলতে শোনা যায়, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments