More
    HomeকলকাতাBreaking: কলকাতা মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিমই, চেয়ারম্যান মালা রায়, ডেপুটি মেয়র অতীন...

    Breaking: কলকাতা মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিমই, চেয়ারম্যান মালা রায়, ডেপুটি মেয়র অতীন ঘোষ

    মহারাষ্ট্র নিবাস হলে জয়ী ১৩৪ জন কাউন্সিলরদের বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, কলকাতার পরবর্তী মেয়র ববি হাকিমই। চেয়ারম্যান হচ্ছেন, মালা রায়। ডেপুটি মেয়র হচ্ছেন অতীন ঘোষ। অতীন-সহ মোট ১৩ জনকে নিয়ে গঠিত হবে মেয়র পারিষদ। তার সদস্য হবেন, দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, বাবু বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অভিজিত মুখোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়, রামপেয়ারে রাম, জীবন সাহা।

    Breaking: কলকাতা মেয়র হচ্ছেন ফিরহাদ হাকিমই, চেয়ারম্যান মালা রায়, ডেপুটি মেয়র অতীন ঘোষ

    Read More-রাজ্যে হদিশ মিলল আরও ২ জন ওমিক্রন আক্রান্তের

    কলকাতার ১৬টি বরো কমিটির চেয়ারম্যানের নামও এদিন নবনির্বাচিত কাউন্সিলরদের সভায় প্রস্তাব করেন মমতা। তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ১ নম্বর বরোয় তরুণ সাহা, ২-এ বিজয় উপাধ্যায়ের জায়গায় হচ্ছেন শুক্লা ঘোষ, ৩-এ অনিন্দ্যকিশোর রাউত, ৪-এ সাধনা বসু, ৫-এ রেহানা খাতুন, ৬-এ সানা আহমেদ, ৭-এ সুস্মিতা ভট্টাচার্য, ৮-এ চৈতালি চট্টোপাধ্যায়, ৯-এ দেবলীনা, ১০-এ জুই বিশ্বাস, ১১-তে তারকেশ্বর চক্রবর্তী, ১২-তে সুশান্ত ঘোষ, ১৩-তে রত্না সূর, ১৪-তে সংহিতা দাস, ১৫-তে রঞ্জিত শীল, ১৬ নম্বরে সুদীপ কোলে হবেন বরো কমিটির চেয়ারম্যান। ১৬টি বরোর মধ্যে নটিতে চেয়ারম্যান করা হয়েছে মহিলাদের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments