More
    Homeঅনান্যChanchal Madhabpur মাধবপুর ব্রিজে লরির ধাক্কায় মৃত্যু বাইক চালকের।

    Chanchal Madhabpur মাধবপুর ব্রিজে লরির ধাক্কায় মৃত্যু বাইক চালকের।

    চাঁচল:- বেপরোয়া গতি প্রাণ কাড়ল এক বাইক চালকের। চাঁচলের মাধবপুর (Chanchal Madhabpur) সেতুতে মালবাহী লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের মাধব পূর ব্রিজে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের। লরির চালক পলাতক। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মেঘনাথ স্বর্ণকার (৪১) বাড়ি খরবা গ্রাম পঞ্চায়েতের ফিয়া এলাকায়। পেশাই স্বর্ণশিল্পী। এই দিন সকাল 11 টা নাগাদ ইটাহার থানার নোদাপাড়া থেকে দিয়াগঞ্জে বাড়ির উদ্দেশ্যে আসছিল। ঠিক সে সময় চাঁচলের মাধবপুর ব্রিজে দ্রুতগতিতে আসা একটি মাল বোঝাই লরি সেই বাইক চালককে সজোরে ধাক্কা মারে। লরির আঘাতে ছিটকে পড়েন ওই বাইক চালক।

    ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। লরি ছেড়ে পলাতক চালক। স্থানীয়রা ঘটনাস্থলে তড়িঘড়ি করে এসে খবর দেয় চাঁচল থানায়। ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাটিকে আটক করে চাঁচোল থানা নিয়ে যায় পুলিশ। এ দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, মাধবপুর সেতু নির্মাণের পর থেকেই দ্রুতগতিতে বেপরোয়াভাবে মালবাহী গাড়ি থেকে শুরু করে সমস্ত যানবাহন চলাচল করে। সেই গতি রোধ করতে সেতু রোডের উপরে স্পীড ব্রেকার ও গার্ডরেল বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

    Chanchal Madhabpur মাধবপুর ব্রিজে লরির ধাক্কায় মৃত্যু বাইক চালকের।

    MORE NEWS – দুই বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য।

    ২ বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু! খুন! নাকি স্বাভাবিক মৃত্যু, বুঝে উঠতে পারছেন না পরিবার-পরিজন থেকে আত্মীয়-স্বজনরা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের কঙ্কাবতী গ্রামে (Chandrakona Kankaboti)। ছোট্ট শিশুর মৃত্যুর পরেও তার মায়ের চোখে দেখা গেল না কোন জল বা দুঃখের ছাপ! পাশাপাশি মায়ের কথাতেও বেশ কিছু অসঙ্গতি দেখা দিয়েছে। প্রাথমিকভাবে মহিলার দ্বিতীয় পক্ষের স্বামীকে আটক করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনা কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চন্দ্রকোনার কঙ্কাবতী গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর সাড়ে চারটা নাগাদ ওই মহিলা তার শিশু সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য যান ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে। ডাক্তারের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments