More
    HomeখবরBJP নরেন্দ্র মোদির আটবছর কেন্দ্রীয় সরকারে বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ উৎসব উদযাপন করল...

    BJP নরেন্দ্র মোদির আটবছর কেন্দ্রীয় সরকারে বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ উৎসব উদযাপন করল ভারতীয় জনতা পার্টি।

    Today Kolkata:- নরেন্দ্র মোদির আটবছর কেন্দ্রীয় সরকারে বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ উৎসব উদযাপন করল ভারতীয় জনতা পার্টি (BJP)। এদিন কলকাতা উত্তর শহরতলির জেলা কমিটির উদ্যোগে আগরপাড়া বিজেপি জেলা অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই জিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের সুবাদে নানারকম জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেয়েছে এমন 15 জন মহিলাদের বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। যার মধ্যে সাতজন কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা গ্যাস প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন। পিএনজি দিওয়ান প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন এমন একজনকেও সম্মান জানানো হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপকৃত হওয়া দুজন ব্যক্তি কে সম্মান জানান এই দিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।

    এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীলভদ্র দত্ত, সন্ময় বন্দোপাধ্যায় , বেবি দলুই, কলকাতা উত্তর শহরতলী জেলার বিজেপি সভাপতি অরিজিত বক্সী, সহ-সভাপতি শেখ রমজান আলী, কলকাতা উত্তর শহরতলির জেলা সম্পাদক রঘুনাথ মন্ডল, বিজেপি নেতা সুনীল দাস । এছাড়া উপস্থিত ছিলেন দলীয় অন্যান্য কর্মী সমর্থকরা। মৃণাল চক্রবর্তীর পরিচালনায় এই দিনেরে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত 15 জন কেন্দ্রীয় সরকারের প্রকল্প দ্বারা উপকৃত ব্যক্তিকে একটি করে মোমেন্টো এবং মিষ্টি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে এই দিন রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতৃত্বরা। এই আট বছরে রাজ্য তথা দেশবাসীর কাছে কেন্দ্র সরকার যে যে প্রকল্পের সুবিধা এনে দিয়েছে সেই সমস্ত সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন শীলভদ্র দত্ত, সন্ময় বন্দ্যোপাধ্যায়।

    BJP নরেন্দ্র মোদির আটবছর কেন্দ্রীয় সরকারে বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ উৎসব উদযাপন করল ভারতীয় জনতা পার্টি।

    Martial arts JKS SKAI প্রতিযোগিতায় দুই শিশুকে ব্ল্যাক বেল্ট।

    আগামী উপ নির্বাচন প্রসঙ্গে শীলভদ্র দত্ত কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, গত নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়নি তৃণমূল সরকার। সকাল থেকেই যেভাবে বুথ দখল করে রেখেছিল সেটাই করবে এবারও। এমনটাই আশা করছেন তারা। তবুও তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে । শুধু তাই নয় মানুষকে সঠিক পরিষেবা দেওয়া তাদের কাজ। তাদের প্রার্থীরা চেষ্টা করবে মানুষের কাছে ভোট চাওয়ার জন্য । জেতার চেষ্টা করবে। কারণ তাদের সাথে হয়তো গুন্ডা নেই তাই গুন্ডামি করতে পারবে না ঠিকই। কিন্তু মানুষের দরবারে তারা ঠিকই পৌছবে। নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারে আট বছর বর্ষপূর্তি উপলক্ষে কলকাতা উত্তর শহরতলী জেলার বিজেপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতার সন্ময় বন্দ্যোপাধ্যায় জানান দেশের 80 কোটি মানুষ কেন্দ্রীয় সরকারের সুবাদে বিনামূল্যে রেশন পরিষেবা পাচ্ছে।

    বিনামূল্যে ভ্যাকসিন পরিষেবা পেয়েছে 190 কোটি মানুষ দেশের অর্থনীতির প্রসার প্রসারিত হচ্ছে জিএসপির আওতায় এসেছে এই মুহূর্তে দেশের বহু সংখ্যক মানুষ দেশের বিজেপি শাসিত রাজ্য গুলো কেন্দ্র প্রকল্পের নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রকল্প কার্যকরী হতে দিচ্ছে না। এমনই মন্তব্য করে তিনি রাজ্যের বিরুদ্ধে সরব হন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments