More
    HomeখবরCID এনামুল হকের ভাগ্নে হুমায়ুনের চালকলে হানা সিআইডির।

    CID এনামুল হকের ভাগ্নে হুমায়ুনের চালকলে হানা সিআইডির।

    Today Kolkata:- এবার গরু পাচার কাণ্ডের তদন্তে রাজ্যের সিআইডি (CID)। শুক্রবার মুর্শিদাবাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি চালকলে হানা দিল সিআইডির একটি দল। সূত্রের খবর, তালাই মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ওই চালকলটি গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হকের ভাগ্নে হুমায়ুন ওরফে পিন্টুর। জেএইচএম রাইসমিল নামে ওই চালকলে তল্লাশি অভিযানের নেতৃত্বে রয়েছেন সিআইডির ডিএসপি। ওই দলের সঙ্গে রয়েছে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনীও। ওই চালকলের সঙ্গে গরু পাচারের ‘নেটওয়ার্ক’-এর যোগ খতিয়ে দেখছে সিআইডি। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর ওই তদন্তে তৎপর হয়েছে রাজ্য সিআইডি। শুক্রবার সকালে বহরমপুরে সিআইডি অফিসে নিয়ে আসা হয় গরু পাচার কাণ্ডে ধৃত জেনারুল শেখকে। এনামুল-ঘনিষ্ঠ জেনারুলকে টানা জেরা করেন গোয়েন্দারা। তার পর জঙ্গিপুরের উদ্দেশে রওনা দেয় সিআইডি’র তদন্তকারী দলটি।

    CID এনামুল হকের ভাগ্নে হুমায়ুনের চালকলে হানা সিআইডির।

    Hinnamonor strom ঘণ্টায় প্রায় ২৫৭ কিলোমিটার বেগ ধেয়ে আসছে হিন্নামনর, চরম সতর্কতা জারি।

    MORE NEWS – মঙ্গলকোট বোমা বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত।

    মঙ্গলকোট বোমা বিস্ফোরণের (Mangalcot bom blust) মামলায় স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল। বেকসুর খালাস পেলেন অনুব্রত। শুক্রবার বিধাননগর এমপি এমএলএ আদালত মঙ্গলকোট বোমা বিস্ফোরণ মামলায় বীরভূমের কেষ্টকে বেকসুর খালাস দেয়। একই সঙ্গে নাম থাকা ১৪ জনও এই মামলাতে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। তথ্যপ্রমাণের অভাবে তাঁদের খালাস দেওয়া হয়েছে বলে খবর। প্রায় ১২ বছরের পুরনো এই মামলায় বেকসুর খালাস পেয়ে ‘সত্যের জয় হল’ বলে মন্তব্য করেন অনুব্রত মণ্ডল। CONTINUE READING

    MORE NEWS – রাজ্যে একদিনে করোনা সংক্রমিত ২০৪ জন, বেড়েছে শনাক্তের হার।

    আর দিন কয়েক পরই জনসমুদ্রে গা ভাসানোর সময়। কারণ অবশ্যই দুর্গাপুজো। তবে এই সময় রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা (Corona virus) সংক্রমণ চিত্রের তেমন উন্নতি ঘটেনি। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২০৪ জন। এই সময়ের মধ্যে ১ জনের জীবন কেড়ে করেনা। আগের দিনের তুলনায় ঊর্ধ্বমুখী শনাক্তের হার। সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৫২ শতাংশে। শুক্রবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনের রিপোর্ট অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় আট হাজার ৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments