More
    Homeজাতীয়COVID-19: করোনা বাড়লে আরও কড়া বিধিনিষেধ জারি করতে হবে, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

    COVID-19: করোনা বাড়লে আরও কড়া বিধিনিষেধ জারি করতে হবে, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

    রাজ্যে করোনা সংক্রমণ বাড়লে বাড়তে পারে বিধিনিষেধের মাত্রা। বৃহস্পতিবার নবান্নে এক বিবৃতিতে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী সংক্রমণ রুখতে কড়া ভাবে করোনাবিধি মেনে চলার পরামর্শ দেন। তবে সাংবাদিকদের করা কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।

    COVID-19: করোনা বাড়লে আরও কড়া বিধিনিষেধ জারি করতে হবে, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

    Read More-মর্মান্তিক! মিষ্টির দোকানে গরম জলের কড়াইয়ে পড়ে মৃত্যু ৫ বছরের শিশুকন্যার

    এদিন মমতা বলেন, ‘সবাই বলছে মহামারি হলে ৩ বছর ধরে তা চলে। কিন্তু আগামী ১৫টা দিন খুব গুরুত্বপূর্ণ। এই ১৫টা দিন ভালো করে টেক কেয়ার করুন। নিজেরা সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। বাজারটাজার গেলে হাত – পা না ধুয়ে বাড়িতে প্রবেশ করবেন না। যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেগুলো পুরোপুরি মানুন। কারণ আমরা জীবন ও জীবিকা দুয়ের দিকে তাকিয়েই এই বিধিনিষেধ তৈরি করেছি। এতে যদি দেখি আরও বাড়ছে তখন আরও কড়া বিধিনিষেধ হতে পারে।’

    এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘জেনে বুঝেও অনেকে মাস্ক পরছেন না। অনেকে মাস্ক পকেটে নিয়ে ঘুরছেন আর যেখানে মাস্ক ছাড়া ঢুকতে দেবে না শুধু সেখানেই পরছেন। পুলিশকে বলবো একটু কড়া হতে। তবে ধরপাকড় করে সমস্যার সমাধান হবে। মানুষকে সচেতন হতে হবে।’

    তবে এদিন নবান্নে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি মমতা। এমনকী গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইলে বিচারাধীন বলে এড়িয়ে যান তিনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments