More
    HomeখবরD.Y.F.I. সালারে ডিওয়াইএফআইয়ের কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কান্ড।

    D.Y.F.I. সালারে ডিওয়াইএফআইয়ের কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কান্ড।

    Today Kolkata:- মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার সালার থানা এলাকায় ডিওয়াইএফআইয়ের (D.Y.F.I.)একটি কর্মসূচিকে ঘিরে পুলিশ ও ডিওয়াইএফআই (D.Y.F.I.) কর্মী-সমর্থকদের রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি। বৃহস্পতিবার ডিওয়াইএফআই নেতৃত্ব সালার এলাকাজুড়ে একটি মিছিল সংগঠিত করার পর এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বিরুদ্ধে সারা রাজ্যের বিভিন্ন থানায় মামলা রুজুর পাশাপাশি সালার থানা এলাকায় মামলা রুজু করতে আসলে সেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, শুধু রাজ্যের শিক্ষা মন্ত্রী ও শিক্ষা পতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা রুজু নয় রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী নামে একটি নিখোঁজ ডাইরি করার কথা ছিল ডিওয়াইএফআই নেতৃত্তের সালার থানায়। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করার জন্য কুশপুত্তলিকা প্রস্তুত করবার সময় পুলিশ ও ডিওয়াইএফআই নেতৃত্বের ধস্তাধস্তির পরিস্থিতি। সালার থানার সামনে কুশপুত্তলিকা দাহ করার ডিওয়াইএফআই (D.Y.F.I.) নেতৃত্তের হাত থেকে কুশপুত্তলিকা কেড়ে নেওয়ার চেষ্টা করে পুলিশকর্মীরা, এবং সে কুশপুত্তলিকা দাহ করতে দেয়া হয়নি বলে জানা গিয়েছে। সালারে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বৃহস্পতিবার বিকেলে।

    D.Y.F.I. সালারে ডিওয়াইএফআইয়ের কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কান্ড।

    MORE NEWS – Habra হাবরাতে চলল গুলি, বোমা আহত বিল্ডার্স ব্যবসায়ী ও তার অনুগামী।

    Today Kolkata:- হাবরা (Habra) পুরসভার 10 নম্বর ওয়ার্ডে শ্রীনগর শিব মন্দির এলাকায় একটি ঘরের মধ্যে অনুগামীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন বিল্ডার্স ব্যবসায়ী রাজু ঘোষ রাত বারোটা নাগাদ সেখানেই চড়াও হয় 5 থেকে 7 জন সশস্ত্র দুষ্কৃতী ঘিরে ধরে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটে কমপক্ষে 8 থেকে 9 রাউন্ড গুলি চলে এবং তাতে আহত হন ব্যবসায়ী রাজু ঘোষ এবং তার অনুগামী অভিযোগ বোচা ও মিনটা নামে দুই দুষ্কৃতীর নেতৃত্বেই গতকাল হামলা চালানো হয় রীতিমতো ছক কষে। রাজুকে খুন করবার পরিকল্পনা করে তার বিরুদ্ধে গোষ্ঠীর এই দুষ্কৃতীরা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে হাবড়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় দুই যুবক ভর্তি আছে কলকাতার অ্যাপোলো হাসপাতালে। আহতরা হলো রাজু ঘোষ ও শান্তনু রায় ওরফে বুয়া। CONTINUE READING

    A.I.M.S.S. মদের বাড়বাড়ন্ত, অসহনীয় মূল্যবৃদ্ধি ও মহিলাদের নির্যাতন বন্ধ করার দাবিতে মিছিল।

    Barrackpur ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর উদ্বোধন হলো মহিলা উইনার্স টিম।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments