More
    HomeখবরDalian rake ট্রায়াল চলছিল, যাত্রী পরিষেবার জন্য সবুজ সংকেত , অবশেষে ট্র্যাকে...

    Dalian rake ট্রায়াল চলছিল, যাত্রী পরিষেবার জন্য সবুজ সংকেত , অবশেষে ট্র্যাকে এল বহু প্রতীক্ষিত ডালিয়ান রেক।

    Today Kolkata:- Dalian rake অপেক্ষা ছিল বহুদিনের। ট্রায়ালও চলছিল। অবশেষে, ট্র্যাকে এল বহু প্রতীক্ষিত ডালিয়ান রেক ( MR-501)। শুক্রবার বিকেল থেকে শুরু হল বাণিজ্যিক পরিষেবা। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা (Arun Arora) , দমদম মেট্রো স্টেশন থেকে এই নতুন রেকটি চালু করেন৷ ২০১৯ সালের মার্চ মাসে এই ধরনের রেক প্রথম আসে শহরে। দফায় দফায় ট্রায়াল রান চলে ডালিয়ান রেকের। সেই ট্রায়ালের রিপোর্ট জমা করেন নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়াররা। যাত্রী সুরক্ষার সবকটি বিষয়কে খতিয়ে দেখে ৪ বছর পর যাত্রী পরিষেবার জন্য সবুজ সংকেত দেওয়া হল এই চিনা রেককে।

    দমদম স্টেশন থেকে বিকেল সাড়ে ৫ টা নাগাদ ছাড়ে নতুন এই ডালিয়ান রেক। করোনা অতিমারির আগেই এই অত্যাধুনিক রেক কলকাতা মেট্রোয় চালানোর কথা ভাবা হয়েছিল। কিন্তু, তার পরে সময় লেগে গিয়েছে তুলনায় অনেকটাই। চিন থেকে আমদানি করা এই রেক কলকাতা মেট্রোর যাত্রী স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়াতে পারবে বলে মনে করছেন কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। আন্তর্জাতিক মানের এবং অত্যাধুনিক ইন্টেরিয়র ডিজাইন , উন্নতমানের এয়ার ডিফিউজার , উচ্চ ক্ষমতাসম্পন্ন এসি , এক্সিট ইন্ডিকেটর সহ উন্নতমানের অ্যালার্ম ডিভাইস থাকবে এই রেকে।

    এই ধরনের রেকে ১০০ মিলিমিটার বেশি চওড়া দরজা রয়েছে। তাছাড়াও, বসার জায়গাও বেশ প্রশস্ত। উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (AC) , বাইরের শব্দ কমানোর মতো অত্যাধুনিক প্রযুক্তি এবং আলোকসজ্জা মেট্রো রেলের যাত্রীদের স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়াতে পারবে বলে অনুমান। উজ্জ্বল LED ডিসপ্লে বোর্ড, হুইল চেয়ার পার্কিং সুবিধা এবং দরজার পাশে পর্যাপ্ত ধরার ব্যবস্থাও থাকবে এই নতুন রেকে।

    Dalian rake ট্রায়াল চলছিল, যাত্রী পরিষেবার জন্য সবুজ সংকেত , অবশেষে ট্র্যাকে এল বহু প্রতীক্ষিত ডালিয়ান রেক।

    MORE NEWS – ইডির জিজ্ঞাসাবাদে প্রবল চাপে , ৪৪ লক্ষ টাকা ইডিকে ফিরিয়ে দিলেন টলি অভিনেতা বনি , টাকা ফেরালেন সোমাও।

    কুন্তল ঘোষের (Kuntal Ghosh) থেকে নেওয়া ৪৪ লক্ষ টাকা ইডি-কে ফিরিয়ে দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে যোগসূত্র পাওয়ার পর ইতিমধ্যেই অভিনেতাকে দু’ বার জেরা করেছে ইডি (Enforcement Directorate)৷ তার পরেই বনি সেনগুপ্ত (Bony Sengupta) টাকা ফিরিয়ে দিয়েছেন বলে ইডি সূত্রে খবর৷ গতকাল রাতেই ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে বনি টাকা ফিরিয়েছেন বলে খবর। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments