More
    HomeখবরBony Sengupta ইডির জিজ্ঞাসাবাদে প্রবল চাপে , ৪৪ লক্ষ টাকা ইডিকে ফিরিয়ে...

    Bony Sengupta ইডির জিজ্ঞাসাবাদে প্রবল চাপে , ৪৪ লক্ষ টাকা ইডিকে ফিরিয়ে দিলেন টলি অভিনেতা বনি , টাকা ফেরালেন সোমাও।

    Today Kolkata:- কুন্তল ঘোষের (Kuntal Ghosh) থেকে নেওয়া ৪৪ লক্ষ টাকা ইডি-কে ফিরিয়ে দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে যোগসূত্র পাওয়ার পর ইতিমধ্যেই অভিনেতাকে দু’ বার জেরা করেছে ইডি (Enforcement Directorate)৷ তার পরেই বনি সেনগুপ্ত (Bony Sengupta) টাকা ফিরিয়ে দিয়েছেন বলে ইডি সূত্রে খবর৷ গতকাল রাতেই ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে বনি টাকা ফিরিয়েছেন বলে খবর।

    একা বনি নন, কুন্তলকে (Kuntal Ghosh) গ্রেফতারের পর সোমা চক্রবর্তী (Soma Chakrabarty) নামে দক্ষিণ কলকাতার একটি নেল আর্ট পার্লারের মালিকের নামও পেয়েছিল ইডি। কয়েক বছর আগে কুন্তলের থেকে প্রায় আধ কোটি টাকারও বেশি গিয়েছিল সোমার অ্যাকাউন্টে। তাঁকেও ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর , বনির (Bony Sengupta) মতো গতকাল রাতে সেই ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন সোমা চক্রবর্তী (Soma Chakrabarty) ৷

    বনির (Bony Sengupta) দাবি ছিল , ২০১৭ সাল নাগাদ গাড়ি কেনার জন্য তাঁকে এই টাকা দিয়েছিলেন কুন্তল৷ সিনেমায় অভিনয় করার অগ্রিম হিসেবে টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন অভিনেতা৷ কুন্তলের ব্যবস্থাপনায় বিভিন্ন শো এবং অনুষ্ঠানে হাজির হয়ে তিনি নিজের পারিশ্রমিক বাবদ তিনি সেই টাকা মিটিয়েছিলেন বলে দাবি করেছিলেন অভিনেতা৷ গত ৯ মার্চ বনিকে (Bony Sengupta) প্রথমবার তলব করেছিল ইডি৷ প্রায় দশ ঘণ্টা ইডি দফতরে জেরা করা হয় তাঁকে৷ কুন্তলের (Kuntal Ghosh) থেকে নিয়েছেন, তা তাঁর পারিশ্রমিক হিসেবে। ফলে সেই টাকা ফেরানোর প্রশ্নই ওঠে না। শেষ পর্যন্ত অবশ্যই টাকা ফেরানোর পথেই হাঁটলেন অভিনেতা।

    Bony Sengupta ইডির জিজ্ঞাসাবাদে প্রবল চাপে , ৪৪ লক্ষ টাকা ইডিকে ফিরিয়ে দিলেন টলি অভিনেতা বনি , টাকা ফেরালেন সোমাও।

    MORE NEWS – রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিল্যান্যাসে ব্যাপক প্রচারাভিযানের নির্দেশ নবান্নের।

    রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিল্যান্যাসে ব্যাপক প্রচারাভিযানে নামার জন্য জেলাশাসকদের (District Magistrate) রূপরেখা তৈরি করে দিল নবান্ন (Nabanna)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) কথা মাথায় রেখে যাতে মানুষের কাছে বার্তা দেওয়া যায় রাজ্য সরকার নিজের পয়সায় এই রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ করছে। আগামী ২৮ মার্চ এই শিলান্যাসের দিনক্ষণ আপাতত স্থির হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments