More
    HomeরাজনৈতিকDilip Ghosh এখন অনেক দেরি হয়ে গেছে'! অভিষেকের উদ্দেশে কটাক্ষ দিলীপের।

    Dilip Ghosh এখন অনেক দেরি হয়ে গেছে’! অভিষেকের উদ্দেশে কটাক্ষ দিলীপের।

    Today Kolkata:- Dilip Ghosh চা চক্র ও প্রাতঃভ্রমণে বেরিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। এদিন পশ্চিম মেদিনীপুরে প্রাতঃভ্রমণে যোগ দিয়ে একাধিক ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। কটাক্ষ করে তিনি বলেন, “উনি কত বছরের এমপি? ১৩ বছর লাগল ওঁর বাড়ি পৌঁছতে। কত বয়স হলে লোকের বুদ্ধি হয়? দিলীপের যখন জঙ্গলমহলে লোক চোখে চোখ রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে আমরা কিছু পাইনি।

    এখন সবার বাড়ি বাড়ি যাচ্ছেন। কিন্ত অনেক দেরি হয়ে গেছে। আর লাভ নেই।” সম্প্রতি ভূপতিনগরের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনা ঘটায় আশঙ্কা প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমি কালকেই বলেছিলাম ওরা গাড়ি আটকাবে, ভাঙবে, মারবে। এটাই করেছে।”

    এখন অনেক দেরি হয়ে গেছে'! অভিষেকের উদ্দেশে কটাক্ষ দিলীপের

    Dilip Ghosh কার সিবিআই জানি না, পাবলিকের টাকায় চলছে', বিস্ফোরক মন্তব্য দিলীপের।

    আক্রমণ এখানেই থামিয়ে দেননি তিনি। শুভেন্দুর সভা শুরুর আগে বিজেপি কর্মী সমর্থকদের পথ আটকানো এবং গাড়ি ভাঙচুর নিয়েও এদিন রাজ্যের শাসক দলকে একহাত নেন দিলীপ। তাঁর দাবি, “বাংলার লোক দেখছে কে কী খেলছে। কেন আজকে লোকের বাড়ি বাড়ি যেতে হচ্ছে। আপনার নেতারা বাড়িতে বোমা বন্দুক মজুত করবে। রোজ বিস্ফোরণ হচ্ছে। নিজেরা মারামারি করে মরছে, নয়তো বোম ফেটে মরছে। এভাবে পঞ্চায়েত নির্বাচন জিততে চাইছেন। অথচ মুখে উনি বলছেন শান্তিপূর্ণ ভোট হবে। লোককে খুন করা হচ্ছে। এত লোক মারা যাচ্ছে তার দায় কে নেবে?” ক্ষোভের সঙ্গে এই প্রশ্নই তোলেন তিনি।

    Dilip Ghosh এখন অনেক দেরি হয়ে গেছে’! অভিষেকের উদ্দেশে কটাক্ষ দিলীপের।

    “এখানকার সাংসদ সর্বভূক, মদের বোতল থেকে চাকরি খায় ” – ডায়মন্ড হারবারে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর।

    ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরালের হুমকি, হবু কনের পরিবারকে হুমকি চিঠি দিয়ে টাকা আদায়ের চেষ্টা, গ্রেপ্তার অভিযুক্ত।

    “তৃণমূলের লোগো প্রত্যাহার করতে বললে রসগোল্লা খাওয়াব না” – নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে হুঁশিয়ারি কুণালের।

    তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিজেপি উদ্যোগ নিচ্ছে বিধায়ক সাংসদদের কেনার। সেই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে দিলীপ বলেন, “এরা কি গরু ছাগল নাকি এদের কিনব। গরুর দামের থেকেও কম দাম তৃণমূলের বিধায়ক, সংসদদের। এইসব পচা মাল কেউ নেবেন না। একবার নিয়ে আমরা ঠকেছি। আর নেব না।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments