More
    Homeঅনান্যEnforcement Directorate পণ্ডিতিয়ার ফ্ল্যাটে দরজা ভেঙে ঢুকল ইডি, কী থাকতে পারে এখানে?

    Enforcement Directorate পণ্ডিতিয়ার ফ্ল্যাটে দরজা ভেঙে ঢুকল ইডি, কী থাকতে পারে এখানে?

    Today kolkata:- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে ইডির (Enforcement Directorate) হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। তাদের নামে একাধিক সম্পত্তি হদিশ মিলেছে। সেইমতো বিভিন্ন জায়গায় চলছে তলাশি অভিযান। এদিকে এরইমধ্যে মঙ্গলবার পণ্ডিতিয়া রোডের একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে সকালে হানা দিয়েছিল ইডি। ওই ফ্ল্যাটের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের যোগসূত্র মিলেছিল বলে ইডির দাবি। ওই দিন ফ্ল্যাটের দরজা খুলতে না পেরে তা ‘সিল’ করে এসেছিলেন ইডি আধিকারিকেরা। এরপর বৃহস্পতিবার ফোর্ট ওয়েসিসের ফ্ল্যাটের সেই দরজা ভেঙেই ভিতরে ঢুকলেন তাঁরা। সঙ্গে ছিল স্থানীয় থানার পুলিশ। ইডি ফ্ল্যাটে ঢোকার পর থেকেই জল্পনা আরও তুঙ্গে উঠেছে যে, টালিগঞ্জ, বেলঘরিয়ার মতো অর্পিতার ‘যোগ’ থাকা এই ফ্ল্যাটেও কি টাকার পাহাড় রয়েছে! জানা যায়, ফ্ল্যাটে দু’টি দরজা ছিল।

    প্রথমটি স্টিলের এবং দ্বিতীয়টি কাঠের। স্টিলের দরজাটি ‘মেড ইন চায়না’। চাবি বানিয়ে খুলতে হয়েছে সেই দরজা। পরে ভাঙতে হয়। এর আগে মঙ্গলবার ওই দরজা ভাঙেননি তাঁরা। কারণ বেলঘরিয়া এবং টালিগঞ্জের মতো ওই ফ্ল্যাটটি অর্পিতার নামে নয়। ফ্ল্যাটের মালিক স্মিতা ঝুনঝুনওয়ালা নামে এক মহিলার। তাই প্রথমে ওই মহিলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু ব্যর্থ হয়ে এরপর ইডির আধিকারিকরা স্থানীয় রবীন্দ্র সরোবর থানার পুলিশকে বিষয়টি জানান। অবশেষে এদিন সকালে ইডি আধিকারিকদের সঙ্গে সেখানে যায় স্থানীয় থানার পুলিশ। তার পরেই শুরু হয় ইডির অভিযান। অন্যদিকে পুলিশ জানতে পেরেছে, ওই ফ্ল্যাটের মালিকানা যাঁর নামে, সেই স্মিতা ২০০৭ সালে এটি কিনেছিলেন, এখন আর ওই ঠিকানায় থাকেন না। তবে এখন দেখার এই ফ্ল্যাট থেকে কী মেলে!

    Enforcement Directorate পণ্ডিতিয়ার ফ্ল্যাটে দরজা ভেঙে ঢুকল ইডি, কী থাকতে পারে এখানে?

    West Bengal Police রাজ্য পুলিশে করা হল রদবদল।

    MORE NEWS – উল্টোডাঙা উড়ালপুলে একাধিক ফাটল, ছড়াল আতঙ্ক।

    ফের উড়ালপুলে ফাটল। উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga Flyover) দু’দিকের লেনে একাধিক জায়গায় ধরা পড়ল ফাটল। বিষয়টি ধরা পড়তেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বুধবার সকালেই ঘটনাস্থলে যান কেএমডিএ’‌র ইঞ্জিনিয়াররা। ইএম বাইপাস থেকে লেকটাউন যাওয়ার দিকে শহরের এই গুরুত্বপূর্ণ উড়ালপুলে ফাটল প্রথম নজরে আসে স্থানীয়দের। কয়েকদিন ধরেই এই উড়ালপুলের পিলারে ফাটল দেখতে পান স্থানীয়রা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments