More
    Homeঅনান্যWest Bengal Police রাজ্য পুলিশে করা হল রদবদল।

    West Bengal Police রাজ্য পুলিশে করা হল রদবদল।

    Today Kolkata:- বুধবার রাজ্যের মন্ত্রিসভায় রদবদল ঘটানো হয়েছে। এবার রদবদল করা হল রাজ্য পুলিশ (West Bengal Police)। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের আগেই রাজ্য পুলিশে এই পদক্ষেপ করা হল। এর আগে মে মাসেও রাজ্য পুলিশে বড় রদবদল হয়েছিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স বা এসটিএফের নতুন আইজি করা হয়েছে আইপিএস নিশাত পারভেজকে। সশস্ত্র বাহিনীর এডিজি হয়েছেন অজয় মুকুন্দ রানাডে। রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি’র নতুন ডিআইজির হিসাবে নিযুক্ত হয়েছেন সোমা দাস মিত্র। অনিল শ্রীনিবাসকে রাজ্য বিদ্যুৎ নিগমের সিকিউরিটি ও ভিজিলেন্স উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে।

    অন্যদিকে, যাদবপুর ডিভিশনের ডিসি এসএসডি অবধেশ পাঠককে উত্তরবঙ্গের এসপি ট্রাফিক পদে বসানো হয়েছে। তার জায়গায় যাদবপুর ডিভিশনের নতুন ডিসি এসএসডি পদে আনা হয়েছে কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল পদে থাকা সূর্যপ্রতাপ যাদবকে। রাজ্য পুলিশের নতুন এসএস আইবি হলেন কুমার গৌতম। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি সদর অংশুমান সাহাকে কোচবিহারের নারায়নী ব্যাটেলিয়নের সিও করা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল অরিস বিলাল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের ১১ জন আইপিএসকে বদলির নির্দেশ জারি করা হয়েছে।

    West Bengal Police রাজ্য পুলিশে করা হল রদবদল।

    Mamata Banerjee & Avishek মমতার সঙ্গেই দিল্লি রওনা অভিষেকের, সাংসদদের সঙ্গে রণকৌশলে জোর।

    VIVO Mobile ২২১৭ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ চিনা মোবাইল সংস্থা ভিভোর বিরুদ্ধে।

    Education Ministry সোমবার শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক, কী হতে পারে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত?

    Enforcement Directorate পণ্ডিতিয়ার ফ্ল্যাটে দরজা ভেঙে ঢুকল ইডি, কী থাকতে পারে এখানে?

    MORE NEWS – রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলেন নতুন ৮ মুখ।

    আজ রাজ্য মন্ত্রিসভায় (State Cabinet) করা হল বিরাট রদবদল। জায়গা দেওয়া হল ৮ নতুন মুখকে। বুধবার রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়-সহ ৮ জন নতুন মুখ। বুধবার বিকেল ৪টে থেকে অস্থায়ী রাজ্যপাল লা গণেশন নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো শুরু করেন। রাজভবনের থ্রোন হলে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়। এদিন রাজভবনে শপথ নিতে হাজির হন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, সত্যজিৎ বর্মন, তাজমুল হোসেন, বীরবাহা হাঁসদা, বিপ্লব রায়চৌধুরী ও প্রদীপ মজুমদার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments