More
    HomeখবরEducation Ministry সোমবার শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক, কী হতে পারে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত?

    Education Ministry সোমবার শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক, কী হতে পারে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত?

    Today Kolkata:- একদিকে দুর্নীতি বিতর্ক নিয়ে রাজ্য রাজনীতির ময়দানে উত্তেজনার পারদ তুঙ্গে। এর মধ্যেই কি আজ এসএসসি নিয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে? সোমবার দুপুর তিনটে নাগাদ শিক্ষা মন্ত্রী (Education Ministry) ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। বৈঠকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, স্কুল শিক্ষা দফতরের সচিব স্তরের আধিকারিকরা ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির থাকার কথা জানা গিয়েছে। কী হতে পারে এদিনের বৈঠকের আলোচ্য বিষয়? সূত্রের খবর, এই বৈঠকেই নতুন কোনও নিয়োগের বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, এই মুহূর্তে রাজ্যের স্কুলগুলিতে প্রধান শিক্ষক পদ ফাঁকা রয়েছে ২ হাজারের বেশি স্কুলে।

    এর পাশাপাশি, দীর্ঘদিন ধরে নবম ও দশমের চাকরি প্রার্থীরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা নিয়েও জট কাটানোর সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসসি-র চাকরিপ্রার্থীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন। বৈঠক শেষে আশার আলো দেখেছেন চাকরি প্রার্থীরা। সেই বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষা মন্ত্রীর এই জরুরি বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, এসএসসি মারফত প্রধান শিক্ষক নিয়োগের জন্য দ্রুত প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য। ইতিমধ্যেই নিয়ে শুরু হয়েছে তৎপরতা। হাই কোর্টে স্কুল শিক্ষা দপ্তরের তরফে শূন্য পদ নিয়ে যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে দেখা যায় মোট ২৩২৫টি শূন্য পদ রয়েছে প্রধান শিক্ষক নিয়োগের জন্য।

    Education Ministry সোমবার শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক, কী হতে পারে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত?

    ED & Partha Chetterjee টাকা কার, কে ষড়যন্ত্র করল? ইডি-র একাধিক প্রশ্নের মুখেও ‘স্পিক টি নট’ পার্থ

    Arpita Car Driver ‘জানতাম ম্যাডাম আর উনি ভালো বন্ধু’, মুখ খুললেন অর্পিতার গাড়ির চালক৷

    Sensex of India ভারতের সেনসেক্স বৃহস্পতিবার হাজার পয়েন্ট লাফ দিল।

    অবশ্য শুধু নিয়োগ সংক্রান্ত আলোচনাই নয়, এর পাশাপাশি স্কুল শিক্ষকদের বদলিও আলোচনার বিষয়বস্তু হতে পারে বলেই সূত্রের খবর। গত বছর আগস্ট থেকে শুরু হয়েছে শিক্ষকদের বদলির জন্য “উৎসশ্রী” প্রকল্প। বাড়ির কাছাকাছি স্কুল শিক্ষকদের বদলির জন্য অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে ইতিমধ্যেই সুযোগ পেয়েছেন ২০ হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা। এদিনের বৈঠকে এই বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments