More
    Homeঅনান্যED & Partha Chetterjee টাকা কার, কে ষড়যন্ত্র করল? ইডি-র একাধিক...

    ED & Partha Chetterjee টাকা কার, কে ষড়যন্ত্র করল? ইডি-র একাধিক প্রশ্নের মুখেও ‘স্পিক টি নট’ পার্থ।

    Today kolkata:- তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা তাঁর নয়। তা হলে ওই টাকা কার? রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার সকাল থেকে লাগাতার এই প্রশ্ন করেন ইডির তদন্তকারীরা (ED & Partha Chetterjee)। দুপুর পর্যন্ত খবর, অধিকাংশ ক্ষেত্রেই আগের মতোই মুখে কুলুপ আঁটছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ নয়তো জবাব এড়িয়ে যাচ্ছেন তিনি৷ এমনও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে৷ উল্লেখ্য, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মোট প্রায় ৫২ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। ইডি সূত্রের খবর, ওই টাকা পার্থের বলে জেরায় অর্পিতা দাবি করেছেন। কিন্তু রবিবার পার্থ সরাসরিই বলেন, ওই টাকা তাঁর নয়।

    সূত্রের খবর, গতকাল রাতেও পার্থ চট্টোপাধ্যায়কে এক ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা৷ সেই সময় তদন্তকারীরা পার্থকে বলেন, ‘অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে বিপুল অংকের টাকা পাওয়া গিয়েছে, আপনি জানেন?’ জবাবে পার্থ বলেন, ‘হ্যাঁ, শুনেছি৷’ এর পরেই ইডি-র তরফে একের পর এক প্রশ্ন করা হয়, ‘এটা কি আপনার টাকা?’ জবাবে পার্থর দাবি, ওই টাকা তাঁর নয়৷ ফের প্রশ্ন, ‘তাহলে টাকা কার?’ এবারেও সংক্ষিপ্ত জবাবে পার্থ বলেন, ‘বলতে পারব না৷’ তবে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে৷ তাঁর এই দাবির সূত্র ধরেই জিজ্ঞেস করেন, কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল? কিন্ত সেই প্রশ্নের কোনও জবাবই দেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷ শুধু জানিয়েছেন, সময়মতো জানতে পারবেন।

    ED & Partha Chetterjee টাকা কার, কে ষড়যন্ত্র করল? ইডি-র একাধিক প্রশ্নের মুখেও ‘স্পিক টি নট’ পার্থ।

    পুজো প্রায় দোড়গোড়ায়, জেনে নিন এবারের মহালয়ার দিনক্ষণ, শুভ মুহূর্ত, অমৃতযোগ ও মহেন্দ্রক্ষণ।

    Arpita Car Driver ‘জানতাম ম্যাডাম আর উনি ভালো বন্ধু’, মুখ খুললেন অর্পিতার গাড়ির চালক৷

    Corona virus update গোটা দেশে করোনা গা-সওয়া হয়েছে! তবে কি শক্তি হারাচ্ছে এই ভাইরাস?

    অর্থাৎ একথা স্পষ্ট যে, পার্থ চট্টোপাধ্যায় তদন্তে সহযোগিতা করছেন না। আর প্রথম থেকেই সেই অভিযোগ ছিল ইডি-র৷ তবে অর্পিতা মুখোপাধ্যায় জিজ্ঞাসাবাদের সময় অনেক তথ্য জানিয়েছেন তদন্তকারীদের। এমনটাই ইডি সূত্রে দাবি করা হয়েছে৷ প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং মুখ বন্ধ রাখার যে কৌশল পার্থ নিয়েছেন, তাতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট ব্যাঘাত ঘটছে। ফলে সমস্যায় পড়েছেন ইডি কর্তারাও৷

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments