More
    Homeঅনান্যCorona virus update গোটা দেশে করোনা গা-সওয়া হয়েছে! তবে কি শক্তি হারাচ্ছে...

    Corona virus update গোটা দেশে করোনা গা-সওয়া হয়েছে! তবে কি শক্তি হারাচ্ছে এই ভাইরাস?

    Today Kolkata:- Corona virus update জ্বর। সর্দি-কাশি। সঙ্গে গা-হাত-পা ব্যথা। শরীর দুর্বল। গত এক-দু’মাসে এই উপসর্গে আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়! থার্মোমিটারে শরীরের উত্তাপ বাড়লেই আতঙ্ক বুঝি করোনা হল। জুনে দেশের বিভিন্ন রাজ্যে এই ভাইরাসের দাপাদাপি বাড়লেও জুলাই তা অনেকটাই থিতিয়ে গিয়েছে। তা হলে কি করোনার সাম্প্রতিক স্ফীতি শক্তি হারাল? চিকিৎসকদের ধারণা, গত দেড়-দু’মাসে যাঁরা জ্বরে ভুগেছেন, তাঁদের অনেকেই করোনার মৃদু উপসর্গে আক্রান্ত ছিলেন। কিন্ত পরীক্ষা না করানোয় তাঁরা আদৌ করোনায় সংক্রমিত (Corona virus update)হয়েছিলেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। করোনা অতিমারি আর ভয়াবহ আকার ধারণ করবে না বলেই মনে করছেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী। তাঁর কথায়, ‘‘এ ধরনের রোগের ক্ষেত্রে সংক্রমণের গ্রাফ এক সময় শিখরে পৌঁছয়। আবার ধীরে ধীরে কমতে থাকে।

    তবে আমরা প্রতিনিয়ত পরিস্থিতির দিকে নজর রাখছি।’’ সোমবার চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, ‘কোভিড এখন মানুষের গা-সওয়া হয়ে গিয়েছে। মানুষের মাস্ক-হীনভাবে বাইরে চলাফেরা করতে দেখলেই তা টের পাওয়া যায়। তবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের কথায়, ‘‘প্রতি ছ’মাসে করোনা ফের ঘুরে দাঁড়াবে। একসময় এটি সাধারণ রোগে পরিণত হবে। ’’পরিসংখ্যান বলছে, চলতি বছর মার্চের পর গত ১০ জুন বাংলায় দৈনিক সংক্রমণ ১০০ পার করেছিল। ওই দিন সংক্রমণের সংখ্যা ছিল ১০৭। ১৫ জুলাই রাজ্যে দৈনিক সংক্রমণ তিন হাজার পার করে। ওই দিন সংক্রমিত হয়েছিলেন ৩,০৬৭ জন। সম্প্রতি সংক্রমণের সংখ্যা ক্রমশ কমছে। চিকিৎসক যোগীরাজ রায় আশ্বস্ত করে বলেন, ‘‘এখন এন্ডেমিক হয়েছে।

    Corona virus update গোটা দেশে করোনা গা-সওয়া হয়েছে! তবে কি শক্তি হারাচ্ছে এই ভাইরাস?

    Cancer symptoms ধূমপান না করেও ফুসফুসে বাসা বাঁধতে পারে ক্যানসার! জেনে নিন উপসর্গ।

    সম্প্রতি প্রায় সবারই সর্দি-কাশি হয়েছে। এই রকম মৃদু উপসর্গ দেখা যাবে। আশা করছি আর ভয়াবহ পরিস্থিতি হবে না। এই ভাইরাসের দাপট ধীরে ধীরে কমবে।’’ কিন্তু ফের এই মারন ভাইরাস যাতে ভয়াবহ আকার ধারণ করতে না পারে, তাই ফের সতর্ক করেছেন চিকিৎসকরা। এখনও মাস্ক পরা-সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার উপরেই জোর দিচ্ছেন। তাঁদের বক্তব্য, আরও বেশ কিছুদিন পরিস্থিতি দেখে নেওয়া উচিত। সম্প্রতি সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছে। কিন্তু তার মানেই করোনা একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, এমনটা বলা যায় না।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments