More
    Homeঅনান্যCancer symptoms ধূমপান না করেও ফুসফুসে বাসা বাঁধতে পারে ক্যানসার! জেনে নিন...

    Cancer symptoms ধূমপান না করেও ফুসফুসে বাসা বাঁধতে পারে ক্যানসার! জেনে নিন উপসর্গ।

    Today kolkata:- Cancer symptoms ‘ক্যানসার’। শব্দটা শুনলে আমরা অধিকাংশ মানুষই আঁতকে উঠি। অবশ্য হওয়াই স্বাভাবিক। কারণ, কারও শরীরে এই রোগ বাসা বাঁধলে অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যু অবধারিত। তবে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অনেকে সুস্থও হয়ে ওঠেন। তবে ফুসফুসের ক্যানসার বেশি আশঙ্কা তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, স্তন ক্যানসারের পরেই এর স্থান। সাধারণত অনেকেই মনে করেন, ধূমপায়ীরাই ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন। জেনে রাখা ভালো যে, ধূমপান করলে এই ক্যানসারের শঙ্কা প্রায় ৭০ শতাংশ বাড়ে। কিন্তু ধূমপান না করলেও হতে পারে এই ক্যানসার।
    এই রোগের মূলে নিকোটিন-সহ তামাকে থাকা অন্যান্য ক্ষতিকর উপাদান। তাই ধূমপানের ধোঁয়া থেকেও দূরে থাকা আবশ্যিক। শিশুদের ক্ষেত্রে এই ধোঁয়া আরও বেশি ক্ষতিকারক।

    চিকিৎসকদের মতে, ফুসফুসের ক্যানসারের প্রধান সমস্যা, এটি ধরা পড়ে খুব দেরিতে। তবে এই রোগের কিছু প্রাথমিক উপসর্গ জেনে রাখা জরুরি Cancer symptoms১) কাশি কিছুতেই কমছে না। লাগাতার বেড়েই চলছে। ২) কাশির সঙ্গে সামান্য হলেও রক্ত উঠছে। ৩) বুকে বেশ কিছুক্ষণ ব্যথা থেকে যেতে পারে। এছাডা়ও বুকের মধ্যে সাঁই সাঁই আওয়াজ। ৪) মাঝেমাঝেই ফুসফুসে সংক্রমণ হয়ে নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের আশঙ্কা। ৫) প্রায় দিনই মাথা যন্ত্রণা। ৬) কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়া। খিদে কমে যাওয়া। খাবার গিলে খাওয়ার সমস্যা। ৭) গলার স্বর বদলে যাওয়া। ৮) শরীরের হাড়ে প্রবল ব্যথা।সাধারণত যদি কারও এই ধরনের উপসর্গ দেখা দেয়, আর তিনি ধূমপায়ী হন, তবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ, রোগের অঙ্কুরেই বিনাশ সহজ।

    Cancer symptoms ধূমপান না করেও ফুসফুসে বাসা বাঁধতে পারে ক্যানসার! জেনে নিন উপসর্গ।

    MORE NEWS – গাড়িতে চড়লেই মাথা ঘোরে, বমি পায়? সমস্যা দূর করতে জেনে নিন টিপস।

    পাহাড়ি এলাকায় বেড়াতে যেতে অনেকেই পছন্দ করেন। অনেকে আবার ইচ্ছে থাকলেও যেতে পারেন না। সেক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় তাঁদের কিছু শারীরিক সমস্যা। কারণ, বাস-ট্রাম-ট্যাক্সি একটু গতিতে চললেই অনেকের মাথা ঘোরে, বমি পায়। কিন্তু কেন এমন হয়? চিকিৎসকদের মতে, মানুষের শরীরের তিনটি অংশ গতি নির্ণয় করে। চোখ, অন্তঃকর্ণ ও ত্বক। এই তিনটি অংশকে বলে ‘সেনসরি রিসেপ্টর’। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments