More
    Homeঅনান্যNew District of State রাজ্যে আরও ৭ নতুন জেলা! ঘোষণা মুখ্যমন্ত্রীর।

    New District of State রাজ্যে আরও ৭ নতুন জেলা! ঘোষণা মুখ্যমন্ত্রীর।

    Today kolkata:- New District of State  রাজ্যে আরও নতুন ৭টি জেলা হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে নতুন জেলাগুলির নাম ঘোষণা করেছেন। নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে, সুন্দরবন জেলা, ইছামতী জেলা, বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর, কান্দি। বসিরহাট জেলার নতুন নামকরণ পরবর্তীতে করবেন মুখ্যমন্ত্রী। আগামী ৬ মাসের মধ্যে নতুন জেলাগুলির যাবতীয় পরিকাঠামো তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি। মমতা বলেন, মুর্শিদাবাদ জেলা ভেঙে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে, বহরমপুর-জঙ্গিপুর ও কান্দি।

    নদিয়া জেলা ভেঙে রানাঘাট জেলা গঠিত হবে। উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে আরও দুটি নতুন জেলা তৈরি হচ্ছে হচ্ছে। এর মধ্যে বনগাঁ-বাগদা নিয়ে ইছামতী জেলা হচ্ছে। বসিরহাট মহকুমা নিয়েও নতুন জেলা তৈরি হচ্ছে। এছাড়া বিষ্ণুপুর ও সুন্দরবন নামে দুটি নতুন জেলা হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক নতুন জেলাগুলি… ১) সুন্দরবন জেলা (দক্ষিণ ২৪ পরগনা) ২) ইছামতী জেলা-বনগাঁ সাব ডিভিশন (উত্তর ২৪ পরগনা) ৩) বসিরহাট ( চূড়ান্ত নামকরণ পরে হবে) ৪) রাণাঘাট (নদিয়া) ৫) বিষ্ণুপুর (বাঁকুড়া) ৬) বহরমপুর ৭) কান্দি (মুর্শিদাবাদ)।

    New District of State রাজ্যে আরও ৭ নতুন জেলা! ঘোষণা মুখ্যমন্ত্রীর।

    Cancer symptoms ধূমপান না করেও ফুসফুসে বাসা বাঁধতে পারে ক্যানসার! জেনে নিন উপসর্গ।

    Corona virus update গোটা দেশে করোনা গা-সওয়া হয়েছে! তবে কি শক্তি হারাচ্ছে এই ভাইরাস?

    Sensex of India ভারতের সেনসেক্স বৃহস্পতিবার হাজার পয়েন্ট লাফ দিল।

    MORE NEWS – ভারোত্তলনে সোনা এনে দিলেন বাংলার অচিন্ত্য শিউলি।

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth games 2022) ভারতে এল তৃতীয় সোনা। ভারোত্তলন থেকে ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জয় করলেন বাংলার অচিন্ত্য শিউলি। বাংলার প্রথম অ্যাথলিট হিসেবে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ২০২২ এ সোনা জয় করলেন অচিন্ত্য। ২০ বছরের ভারোত্তলক এদিন মোট ৩১৩ কেজি ওজন তোলেন৷ স্ন্যাচ ইভেন্টে ভারতীয় ওয়েট লিফটার শিউলি প্রথম টার্গেটে ১৩৭ কেজি তোলেন৷ দ্বিতীয় চেষ্টায় তিনি ১৪০ কেজি তোলেন৷ তৃতীয় টার্গেটে তোলেন ১৪৩ কেজি। স্ন্যাচে ১৪৩ কেজি তোলার পর তাঁর সাফল্য আসে। জানা যায়, হাওড়ার একটি গ্রাম থেকে উঠে আসা অচিন্ত্যর জীবন সংগ্রামের মধ্যে দিয়ে কেটেছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments