More
    Homeঅনান্যSensex of India ভারতের সেনসেক্স বৃহস্পতিবার হাজার পয়েন্ট লাফ দিল।

    Sensex of India ভারতের সেনসেক্স বৃহস্পতিবার হাজার পয়েন্ট লাফ দিল।

    Today Kolkata:- ভারতের সেনসেক্স (Sensex of India) বৃহস্পতিবার হাজার পয়েন্ট লাফ দিল। থামল ৫৬,৮৫৭.৭৯ অঙ্কে গিয়ে। ১৭ হাজারের দোরগোড়ায় ফিরল নিফ্‌টি। ১৬৩৭.৩৯ কোটি টাকার শেয়ার কিনল বিদেশি লগ্নিকারী সংস্থা। ভারতীয় আর্থিক সংস্থাগুলি ঢালল ৬০০.২৯ কোটি। স্বাভাবিকভাবেই ডলারের নিরিখে টাকার দামও উঠল বেশ অনেকখানি। বিশেষজ্ঞদের দাবি, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারাল রিজার্ভের কর্ণধার জেরোম পাওয়েল যে বার্তা দিয়েছিলেন তাতে বিশ্বজুড়ে তেতে উঠেছে বাজার। মূল্যবৃদ্ধি কমাতে সুদ বৃদ্ধি জারি রাখা হবে বলে তিনি সাফ জানিয়েছেন। তবে তার হার নির্ধারণের সময় মূল্যবৃদ্ধির পাশাপাশি আর্থিক বৃদ্ধির দিকটিও নজরে রাখা হবে। লগ্নিকারীদের অবশ্য ধারণা, এটা ভবিষ্যতে সুদ বৃদ্ধির গতি কমার ইঙ্গিত। যার প্রভাব পড়বে ভারতেও।

    বিশেষজ্ঞদের একাংশের মতে, আগামী সপ্তাহে ঋণনীতির পর্যালোচনায় বসে সুদ বৃদ্ধির হার ৩৫-৫০ পয়েন্টের মধ্যেই রাখবে রিজার্ভ ব্যাঙ্ক। জেএম ফিনান্সিয়ালের এমডি-সিইও আমিতাভ মহাম্তি বলেন, “আশা করছি রিজার্ভ ব্যাঙ্ক ৩৫-৫০% মতো সুদ বাড়াবে।’’ এডেলউইজ় অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ ইনভেস্টমেন্ট অফিসার ত্রিদিব ভট্টাচার্যেরও একই দাবি। তাঁর মতে, “আমেরিকায় সুদ বৃদ্ধির গতি কমার ইঙ্গিত ভারতের বাজারকে স্বস্তি কিছুটা হলেও দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কও এবার ৫০ বেসিস পয়েন্টের বেশি সুদ বাড়াবে না’’ বলে আশা প্রকাশ করেছেন তিনি।

    Sensex of India ভারতের সেনসেক্স বৃহস্পতিবার হাজার পয়েন্ট লাফ দিল।

    Hamanta biswas sharma বাংলায় ঝাড়খণ্ডের তিন বিধায়ক গ্রেফতারে নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রীর।

    Jorhat Runway জোরহাটে রানওয়ে থেকে পিছলে গেল ইন্ডিগো-র কলকাতাগামী বিমানের চাকা, রক্ষা পেলেন যাত্রীরা।

    MORE NEWS – পুজো প্রায় দোড়গোড়ায়, জেনে নিন এবারের মহালয়ার দিনক্ষণ, শুভ মুহূর্ত, অমৃতযোগ ও মহেন্দ্রক্ষণ।

    আর মাত্র মাসখানেকের অপেক্ষা। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চারিদিকে পুজো পুজো গন্ধ বেরোতে শুরু করেছে। এবছর পুজো বেশ কিছুদিন আগে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই মহালয়া। অক্টোবরের প্রথম দিনে ঢাকে কাঠি পড়বে। পঞ্জিকা মতে, এবার ২৫ সেপ্টেম্বর মহালয়া। বাংলা তারিখ অনুযায়ী ৭ আশ্বিন রবিবার। ২৪ সেপ্টেম্বর, ৭ আশ্বিন রাত ২টো ৫৫ মিনিট ৩৯ সেকেন্ড থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। ২৫ সেপ্টেম্বর রবিবার রাত ৩টে বেজে ২৪ মিনিট ১৭ সেকেন্ড পর্যন্ত তা স্থায়ী থাকবে। মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান, আর দেবীপক্ষ বা মাতৃপক্ষের সূচনা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments