More
    HomeখবরHamanta biswas sharma বাংলায় ঝাড়খণ্ডের তিন বিধায়ক গ্রেফতারে নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রীর।

    Hamanta biswas sharma বাংলায় ঝাড়খণ্ডের তিন বিধায়ক গ্রেফতারে নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রীর।

    Today Kolkata:- কথায় আছে ‘কান টানলে মাথা আসে’। সম্প্রীতি যা ঘটে চলেছে তাতে দেখা যাচ্ছে, একটি মাথা নয়। বেশ কয়েকটি মাথা চলে আসছে! ঝাড়খণ্ডের বিধায়করা নগদ-সহ ধরা পড়লেন পশ্চিমবঙ্গে। আর সেই ঘটনায় নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Hamanta biswas sharma)। উল্লেখ্য, শনিবার রাতে হাওড়ার পাঁচলায় জাতীয় সড়কের উপর গাড়ি তল্লাশিতে ধরা পড়েন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৪৯ লক্ষ টাকা। কিন্ত কোথা থেকে এল এত টাকা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কার নির্দেশে? ইতিমধ্যে এসব প্রশ্ন ঘিরে রহস্য দানা বেধেছে। রহস্য ভেদ করতে তদন্ত করবে সিআইডি। এই ঘটনায় তিন কংগ্রেস বিধায়ক-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত বিধায়কদের সাসপেন্ড করা হয়েছে। কংগ্রেসের দাবি, ঝাড়খণ্ডেও বিধায়কদের টাকা দিয়ে সরকার ফেলার ছক কষছে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

    ঝাড়খণ্ডের বারমোর কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল সিংহ এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, হাওড়া পুলিশের হাতে ধৃত তিন কংগ্রেস বিধায়ক তাঁকে কলকাতায় আসতে বলেছিলেন। সেখানে তাঁকে নিয়ে গুয়াহাটিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে যাওয়ার কথা ছিল। এর মূল উদ্দেশ্য, ঝাড়খণ্ডে বিজেপি সরকার প্রতিষ্ঠা করা। একথা ছড়াতেই তৃণমূল মুখপাত্র তথা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘‘এই গোটা খেলার পিছনে বিজেপির ভূমিকা কী? এত টাকা বিধায়কদের কাছে এল কোথা থেকে? তৃণমূল ঘটনার তদন্তের দাবি করছে। শুভেন্দু অধিকারীকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে দাবি করেছেন কুণাল। কারণ, তিনিই বলেছিলেন বিজেপির পরবর্তী লক্ষ্য ঝাড়খণ্ড। একইভাবে কংগ্রেস মুখপাত্র পবন খেরাও অভিযোগ করেছিলেন, বিজেপি ঝাড়খণ্ডেও মহারাষ্ট্র-মডেল আমদানি করার মরিয়া চেষ্টা করছে।

    Hamanta biswas sharma বাংলায় ঝাড়খণ্ডের তিন বিধায়ক গ্রেফতারে নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রীর।

    National Congress মমতার দিল্লি সফরের সময়েই বড়সড় পরিকল্পনা কংগ্রেসের।

    ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘অপারেশন লোটাস’ (বিভিন্ন রাজ্যে নির্বাচিত সরকার ভেঙে বিজেপি সরকার তৈরি করার ঘটনাকে এই নামে অভিহিত করেন বিরোধীরা)। তিনি বলেন, ‘‘বিধায়ক প্রতি ১০ কোটি টাকা দর হাঁকছে বিজেপি। দেওয়া হচ্ছে মন্ত্রিত্বের টোপও।’’ এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। যার নেপথ্যে থেকে গোটা ঘটনাটি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত পরিচালনা করছেন বলেও অভিযোগ তুলেছে কংগ্রেস। যদিও কংগ্রেসের তোলা অভিযোগ মানতে নারাজ হিমন্ত। তিনি বলেন, ‘‘জানি না কেন আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। ২২ বছর কংগ্রেস দলটা করেছি। তাই অনেকের সঙ্গেই যোগাযোগ থাকা স্বাভাবিক।’’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments