More
    HomeখবরNational Congress মমতার দিল্লি সফরের সময়েই বড়সড় পরিকল্পনা কংগ্রেসের।

    National Congress মমতার দিল্লি সফরের সময়েই বড়সড় পরিকল্পনা কংগ্রেসের।

    Today Kolkata:- একদিকে মমতার দিল্লি সফর। আর অন্যদিকে ঠিক সেই সময় দেশব্যাপী আন্দোলন করতে চলেছে কংগ্রেস (National Congress)। মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের বিরুদ্ধে জেল ভরো আন্দোলনে নামছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব (National Congress)। ৫ আগস্ট আন্দোলনের দিন স্থির করা হয়েছে। এ ব্যাপারে দলের তরফে একবারে নিচু তোলা পর্যন্ত নির্দেশিকা জারি করে বলা হয়েছে, গ্রাম থেকে জেলা পর্যায় পর্যন্ত সব নেতা, কর্মী সমর্থককে নিজেদের জেলা সদর, ব্লক এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে নামার কথা। রাজ্যগুলির সদর দফতরে রাজ ভবন ঘেরাও অভিযান চালাবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এর পাশাপাশি রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা ঘেরাও অভিযান করবেন রাষ্ট্রপতি ভবন। মূলত মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব নিয়ে প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিলের আয়োজন বলে জানা গিয়েছে।

    একই সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও অভিযান চালাবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি এবং দলের শীর্ষ নেতৃত্ব।দলের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের জারি করা এই নির্দেশিকা ইতিমধ্যেই সব রাজ্যের প্রদেশ কংগ্রেস ভবনে পাঠানো হয়েছে। এদিকে, ৩ আগস্ট দিল্লি পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ৭ আগস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন তিনি। অন্যদিকে সূত্রের খবর, ৫ অথবা ৬ আগস্ট দিল্লিতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে পারেন। দেখা করতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও। এরপর ৮ আগস্ট বিকেলে কলকাতায় ফেরার কথা মমতার। পেট্রোল ডিজেল-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ বেড়েই চলেছে। সংসার চালাতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।

    National Congress মমতার দিল্লি সফরের সময়েই বড়সড় পরিকল্পনা কংগ্রেসের।

    Nirmola Mishra সুরের ‘মুক্ত’ খুঁজতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন নির্মলা মিশ্র।

    Arpita Car Driver ‘জানতাম ম্যাডাম আর উনি ভালো বন্ধু’, মুখ খুললেন অর্পিতার গাড়ির চালক৷

    গোটা দেশে এ নিয়ে নানা প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন হয়েছে। অবশেষে আগামী সপ্তাহে সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে সরকার। তৃণমূলের অভিযোগ, বাজেট অধিবেশনের ২৭ দিন এবং চলতি বাদল অধিবেশনের ১০ দিন সর্বমোট ৩৭ দিন ধরে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে। কিন্ত তাতে কর্ণপাত করেনি মোদী সরকার। তার মধ্যে বাদল অধিবেশনের প্রথম দিন থেকে মূল্যবৃদ্ধি, জিএসটি নিয়ে আলোচনার দাবিতে দুই সপ্তাহ লাগাতার বিক্ষোভ চলেছে। সাসপেন্ড হয়েছেন ২৭ জন সাংসদ। তাঁদের ধর্নায় সামনে অবশেষে সুর নরম করেছে কেন্দ্রীয় সরকার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments