More
    Homeঅনান্যNirmola Mishra সুরের 'মুক্ত' খুঁজতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন নির্মলা...

    Nirmola Mishra সুরের ‘মুক্ত’ খুঁজতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন নির্মলা মিশ্র।

    Today Kolkata:- ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না….’। গানের কথায় ঝিনুক হয়তো তিনি খুঁজে পেলেন না। কিন্তু তাঁর এই গান সংগীত প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। তবে সঙ্গীত জগৎ আজ ফের শোকস্তব্ধ। প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র (Nirmola Mishra)। শনিবার রাত ১২টা ৫ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। পরিবারে রেখে গেলেন তাঁর স্বামী, পুত্র এবং পুত্রবধূকে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা নাগাদ তাঁর দেহ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হয়। শিল্পীর চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই নির্মলা (Nirmola Mishra) অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৫ বছরে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাঁকে। তিন বার হৃদ্‌রোগে আক্রান্তও হয়েছেন। দিন কয়েক আগে আরও অসুস্থ হয়ে পড়েন। গত বৃহস্পতিবার রক্তচাপ বেশ খানিকটা কমে যায়। শনিবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর।

    রাতেই বিশ্বাস ত্যাগ করেন শিল্পী। অশ্রু সজল চোখে নির্মলার পুত্র শুভদীপ দাশগুপ্ত বলেন, ‘‘চোখের সামনেই মা চলে গেল। ২০১৫-তে সেরিব্রাল অ্যাটাক হয়। তার পর থেকেই শরীরের একটা পাশে পক্ষাঘাত। তখন থেকেই বিছানায় পুরো শোওয়া থাকতেন মা। কথা বলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।২০১৮ সাল থেকে হাসপাতাল আর বাড়ি করেছে। শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট। তার পর রাতে সব শেষ।’’ শিল্পীর শেষকৃত্য হবে রবিবার। নার্সিংহোম থেকে নির্মলার দেহ প্রথমে বাড়িতে আনা হবে। সেখান থেকে রবীন্দ্রসদন, রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি হয়ে কেওড়াতলা মহাশ্মশান। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে রবীন্দ্রসদনে রবিবার সকাল ১১টা থেকে প্রয়াত সঙ্গীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে।

    Nirmola Mishra সুরের ‘মুক্ত’ খুঁজতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন নির্মলা মিশ্র।

    Arpita Car Driver ‘জানতাম ম্যাডাম আর উনি ভালো বন্ধু’, মুখ খুললেন অর্পিতার গাড়ির চালক৷

    নির্মলার বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম হল— এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, সেই একজন দিও না তাকে মন, আবেশে মুখ রেখে, বলো তো আরশি তুমি, আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, কাগজের ফুল বলে, ও তোতা পাখি রে… ইত্যাদি। এসব গানগুলি আজও যেন মানুষের মন ছুঁয়ে যায়। ভবিষ্যতে যে ছুয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না। নির্মলা মিশ্রের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। তাঁর গাওয়া এই বাংলার মাটিতে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতা পাখি রে-র মতো অজস্র কালজয়ী গান আজও শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। আধুনিক, নজরুলগীতি, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক, লোকগীতি ছাড়াও বহু ছায়াছবিতে তিনি গান গেয়েছেন।

    তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সঙ্গীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যা ছিলেন পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীতসম্মান’ এবং ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করে। নির্মলা মিশ্রের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল। নির্মলা মিশ্রের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments