More
    Homeঅনান্যEnglishbazar Municipality সিলিন্ডার ফেটে আগুনে ভস্মীভূত একটি বাড়ি।

    Englishbazar Municipality সিলিন্ডার ফেটে আগুনে ভস্মীভূত একটি বাড়ি।

    মালদা:- সিলিন্ডার ফেটে আগুনে ভস্মীভূত একটি বাড়ি। ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার পৌরসভার (Englishbazar Municipality) চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর তদারকিতে দমকলের একটি ইঞ্জিন এসে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করলো এলাকা। জানা যায়, মালদা শহরের অতুল চন্দ্র মার্কেট সংলগ্ন লক্ষ্মীনারায়ণ মন্দিরের পেছনে কার্তিক ভরের চাটাইয়ের ঘরে সিলিন্ডার ফেটে আগুন লেগে দাও দাও করে জ্বলতে থাকে। বাড়ির লোকজন চিৎকার করবে আশেপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে তদারকি শুরু করে। ঘটনাস্থলের দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কার্তিক ভরের চাটাইয়ের বাড়িটি পুরো ভস্মীভূত হলেও পার্শ্ববর্তী কোন বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারিনি। ফলে পুরো এলাকা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। সময়মতো দমকল না আসলে হয়তো পুরো এলাকা আগুনে ভষ্মিভূত হতে পারতো।

    Englishbazar Municipality সিলিন্ডার ফেটে আগুনে ভস্মীভূত একটি বাড়ি।

    MORE NEWS – সিজার পরিষেবা চালু হল চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।

    Today Kolkata:- পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের (Chandrakona Gramin Hospital) ঘটনা। দীর্ঘ প্রায় সাড়ে তিনবছর পর চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালের অপারেশন থিয়েটারের দরজা খুললো এবং এদিনই এক প্রসূতি মহিলার সিজারের মাধ্যমে সন্তান জন্ম দিলো ওই হাসপাতালেই।পুনরায় হাসপাতালের অপারেশন থিয়েটার চালু হওয়ায় এবং সফল ভাবে প্রসূতির সিজারের মাধ্যমে সন্তান প্রসবে খুশি খুশি দুরদুরান্ত থেকে আসা রোগীর পরিজনেরা, ও হাসপাতালে চিকিৎসক থেকে নার্সরা। গড়বেতা ফতেগঞ্জ গ্রামের, CONTINUE READING

    MORE NEWS – আগামী ২০২৪ সালের মধ্যে যক্ষামুক্ত বাংলা গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে।

    পূর্ব মেদিনীপুর:– পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্দোগে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রানী সম্পদ দপ্তরের ব‍্যবস্থাপনায় যক্ষ্মা রোগীদের চারা গাছ ও মুরগির ছানা তুলে দেওয়া হয়। এইদিন ৮৪ জন যক্ষ্মা রোগীর হাতে এই চারা গাছ ও মুরগির ছানা তুলে দেওয়া হয়। এদিনের এই কমসূচীতে উপস্থিত ছিলেন STO ডঃ বরুন সাঁতরা, ADM জেলা পরিষদ ও স্বাস্থ্য শ্বেতা আগরওয়াল, CMOH বিভাস রায়, সহকারী সভাপতি সেখ সুফিয়ান, CONTINUE READING

    Barasat Zilla Hospital অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের PF ও ESI টাকা আত্মসাতের অভিযোগ বেসরকারি সংস্থার বিরুদ্ধে।

    Hull divas হুল দিবসের চাঁদা তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল কেশিয়াড়ির পাঁচিয়াড়ে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments