More
    HomeখবরHaimanti Ganguly মেয়ে মৃত, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বাপের বাড়িতে ফুঁসে উঠলেন তিতিবিরক্ত মা।

    Haimanti Ganguly মেয়ে মৃত, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বাপের বাড়িতে ফুঁসে উঠলেন তিতিবিরক্ত মা।

    Today Kolkata:- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে এক রহস্যময়ী নারী। নাম হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly)। এই মামলায় ধৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছে এই নাম। তাঁর দাবি, এই হৈমন্তী গোপাল দলপতির (Gopal Dalapati) স্ত্রী। যদিও বর্তমানে এই রহস্যময়ী হৈমন্তীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকী, তাঁর বাপের বাড়িতে গিয়ে খোঁজ নিতেই ক্ষোভে ফুঁসে উঠলেন হৈমন্তীর মা। জানালেন মেয়ে তাঁর জন্য মৃত।

    বাড়িতে থাকেন হৈমন্তীর মা-বাবা ও বোন। জানা যায়, বেশ কয়েক বছর আগেই স্ত্রীর সঙ্গে ডির্ভোস হয় গোপাল দলপতির। ডিভোর্সের পর হৈমন্তীর সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন গোপাল। হৈমন্তীর সঙ্গে গোপালও প্রায়ই বাঁকসারার বাড়িতে যেতেন। রাতের অন্ধকারে দামি গাড়ি চড়ে হাওড়ার বাড়িতে যেতেন গোপাল-হৈমন্তী, এমনটাই জানাচ্ছে প্রতিবেশীরা।

    সূত্রের খবর, নিয়োগ মামলায় উঠে আসা নাম গোপাল দলপতির (Gopal Dalapati) সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল হৈমন্তীর। ২০১১ সালের নভেম্বরে হৈমন্তীর বিয়ে হয় গোপাল দলপতির সঙ্গে। যদিও সূত্রের খবর কয়েক বছরেই ভেঙে যায় সেই বিয়ে। বেশ ধূমধাম করেই হাওড়ার বাঁকসারাতে নিজেদের বাড়িতেই বিয়ে হয়েছিল হৈমন্তীর।

    Haimanti Ganguly মেয়ে মৃত, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বাপের বাড়িতে ফুঁসে উঠলেন তিতিবিরক্ত মা।

    Russia vs Ukraine ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবি, ভোটদানে নিজেদের বিরত রাখল ভারত এবং চিন।

    Ministry Of Education আর ৫ বছর নয়, ৬বছর বয়সেই প্রথম শ্রেণিতে শিশুর ভর্তি–নির্দেশিকা জারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের।

    Madhyamik 2023 আজ শুরু চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সতর্ক পর্ষদ।

    MORE NEWS – বাস্তবে কি আদৌ এগিয়েছে বাংলা ? বাংলার বাস্তব পরিস্থিতির হাল হকিকত জানার উদ্দেশ্যেই ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচি।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশবাসীর উদ্দেশ্যে বহু দিন হল ‘মন কি বাত’ অনুষ্ঠান শুরু করেছেন। সেই অনুষ্ঠানে বলেন নিজের মনের কথা । এবার বাংলার মানুষের ‘মন কি বাত’ শুনতে ময়দানে সুকান্ত মজুমদার। ‘পাড়ায় সুকান্ত’- এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সুকান্তর (Sukanta Majumdar) সাংসদীয় এলাকা দিয়ে। শুধুমাত্র নিজের লোকসভা কেন্দ্রেই নয়, বাংলার মানুষের ‘মন কি বাত’ শুনতে পাড়ায় পাড়ায় হাজির হচ্ছেন সুকান্ত মজুমদার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments