More
    Homeঅনান্যMadhyamik 2023 আজ শুরু চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সতর্ক...

    Madhyamik 2023 আজ শুরু চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সতর্ক পর্ষদ।

    Today Kolkata:- Madhyamik 2023 আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ‍্যমিক পরীক্ষা। শেষ হচ্ছে ৪ মার্চ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ‍্যায় (Rananuj Ganguly) সাংবাদিক বৈঠকে জানান ২০২৩ সালে মোট পরীক্ষার্থীর সংখ‍্যা প্রায় সাত লাখ। বুধবারের বৈঠকে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন “পরীক্ষা কোনওরকম ঝামেলা যেন না হয় তার জন‍্য আমরা সব ধরনের সতর্কতা অবলম্বন করেছি। আমরা ভাল করে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র খুঁটিয়ে দেখেছি। আমরা পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট।’’ তিনি আরও জানান যে মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ হবে।

    পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রায় ৪০,০০০ এর বেশি পরীক্ষক এবং প্রায় ৩৫,০০০ পরিদর্শককে নিয়োগ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে পরীক্ষা কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্র সিসিটিভির (CCTV) নজরদারির অধীনে থাকবে। কেন্দ্রের বাইরে পুলিশ মোতায়েন থাকবে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (Madhya Sikhha Parshad)। পরীক্ষা কেন্দ্রের নজরদারি নিয়ে জোরালো পদক্ষেপ করেছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় (Security) থাকবেন না সিভিক ভলেন্টিয়াররা (Civic Volentiar) , এমনটাও জানিয়েছে পর্ষদ। আবার বেশ কয়েকটি জেলায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির গার্ডের দায়িত্বে থাকবেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা।

    Madhyamik 2023 আজ শুরু চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সতর্ক পর্ষদ।

    Rahul Gandhi তৃণমূল কংগ্রেস ভোটে লড়ছে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে , শিলং থেকে তৃণমূলকে কটাক্ষ রাহুল গান্ধীর।

    Swastha Sathi স্বাস্থ্যসাথী প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি , খরচ পাঁচ গুণ বৃদ্ধির প্রস্তাবে ছাড়পত্র দিল রাজ্য সরকার।

    Meghalaya Election 2023 “গত ৫ বছর ধরে একটা অপদার্থ সরকার চলছে ,” মেঘালয়ে প্রচারে সরব তৃণমূল কংগ্রেস।

    MORE NEWS – বাংলা ভাগ নিয়ে ফের বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে! দলের রাজ্য এবং পাহাড়ের নেতৃত্বের মধ্যে বিভাজন স্পষ্ট।

    বাংলা ভাগ নিয়ে ফের বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে! বাংলা ভাগ রুখতে বিধানসভায় বিল নিয়ে এসেছেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক। তারই প্রতিবাদে পাহাড়ে আন্দোলনের সুর। ইতিমধ্যে বিজেপির পার্বত্য শাখা এই ইস্যুতে পাহাড়জুড়ে পোস্টারে ছয়লাপ করেছে। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, মিরিক সর্বত্র নিয়া বিলের বিরোধীতায় মুখ ঢেকেছে পাহাড়ের। পাহাড়ের পদ্ম শিবিরের নেতারা সাফ জানিয়েছেন, জিটিএ নয় , পৃথক গোর্খাল্যান্ড একমাত্র পাহাড়বাসীর যাবতীয় দাবি মেটাতে পারবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments