More
    HomeখবরHigh Court Kolkata অসুস্থতার যুক্তি মানল না আদালাত, ফের সিবিআই হেফাজতে অনুব্রত।

    High Court Kolkata অসুস্থতার যুক্তি মানল না আদালাত, ফের সিবিআই হেফাজতে অনুব্রত।

    Today kolkata:- High Court Kolkata অসুস্থতার কারণ দর্শানো কার্যত ধাপে টিকল না। অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ। ফের ৪ দিনের জন্য সিবিআই হেফাজতে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। ২৪ অগাস্ট পর্যন্ত বীরভূমের দাপুটে নেতার ফের ঠিকানা নিজাম প্যালেস। শনিবার সকালে নিজাম প্যালেস থেকে আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে। সেখান থেকে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে গরু পাচার-কাণ্ডে আসানসোল আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন আইনজীবী। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানান। সিবিআই কাস্টডি-র বিরোধীতা করে তিনি জানান ” অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি ভাল নয়, ওঁর বিভিন্ন রোগ আছে, সেই কারণেই উনি হাজিরা দিতে যেতে পারেনি। ‘অন্যদিকে মামলার শুনানিতে অনুব্রতর কাতর আর্তি, ” শরীর বরাবর অসুস্থ। কাল জ্বর ছিল। কাশি।’’ অনুব্রতর শারীরিক অসুস্থতার যুক্তি খারিজ আদালতে।

    High Court Kolkata অসুস্থতার যুক্তি মানল না আদালাত, ফের সিবিআই হেফাজতে অনুব্রত।

    সূত্রের খবর, জামিন পেলে প্রমাণ নষ্ট করতে পারেন, তাই প্রভাবশালী তত্ত্বে খারিজ জামিনের আবেদন। এদিন আদালতে অনুব্রত-মামলা শুনানিতে চালকল বিতর্ক প্রসঙ্গে অনুব্রতর আইনজীবী বলেন, ‘‘বহু বছর আগে রাইস মিল ওঁর শ্বশুর ওঁকে উপহার হিসাবে দিয়েছেন। তদন্তে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। তবুও অসহযোগিতার অভিযোগ উঠছে।’’ যদিও, সিবিআই-এর আইনজীবীর দাবি, ” অনুব্রত মণ্ডল প্রভাবশালী ব্যক্তি। এর আগে বহুবার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু অভিযুক্ত চিকিৎসককে চাপ দিয়ে মেডিক্যাল রিপোর্ট লিখিয়ে নিয়েছেন। উনি সাধারণ অভিযুক্ত নন। সায়েগল হোশেন, এনামুল হক সবাই আছে…এটা সিঙ্গল চেন নয়… এর পিছনে বড় ষড়যন্ত্র আছে…! অনুব্রতরকে সিবিআই কাস্টডিতে নেওয়া দরকার।” এদিন সকালে কম্যান্ড হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নে অনুব্রত দাবি করেন, ‘‘আমার কোনও বেনামি সম্পত্তি নেই। আমি তদন্তে সহযোগিতা করছি।’’

    High Court Kolkata অসুস্থতার যুক্তি মানল না আদালাত, ফের সিবিআই হেফাজতে অনুব্রত।

    MORE NEWS – কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মে বদল, ডাউন লাইনেই ছাড়বে দমদম ও দক্ষিণেশ্বরগামী মেট্রো।

    কবি সুভাষ (Kabi Subhash Metro station) থেকে দমদমগামী ট্রেন ছাড়ার প্ল্যাটফর্ম পরিবর্তন হতে চলেছে। ডাউন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে দমদমগামী ট্রেন। তবে শুধুমাত্র রবিবার অর্থাৎ ২১ তারিখেই এই বদল হবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। মেট্রো লাইনে কাজের জন্যই প্ল্যাটফর্মের এই সাময়িক পরিবর্তন। তবে মেট্রোর সময়সূচিতে কোনও বদল করা হচ্ছে না। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments