More
    Homeঅনান্যKabi Subhash Metro station কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মে বদল, ডাউন লাইনেই ছাড়বে...

    Kabi Subhash Metro station কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মে বদল, ডাউন লাইনেই ছাড়বে দমদম ও দক্ষিণেশ্বরগামী মেট্রো।

    Today kolkata:- কবি সুভাষ (Kabi Subhash Metro station) থেকে দমদমগামী ট্রেন ছাড়ার প্ল্যাটফর্ম পরিবর্তন হতে চলেছে। ডাউন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে দমদমগামী ট্রেন। তবে শুধুমাত্র রবিবার অর্থাৎ ২১ তারিখেই এই বদল হবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। মেট্রো লাইনে কাজের জন্যই প্ল্যাটফর্মের এই সাময়িক পরিবর্তন। তবে মেট্রোর সময়সূচিতে কোনও বদল করা হচ্ছে না। মেট্রো রেল সূত্রে খবর, মেট্রো লাইনে সারাইয়ের কাজের জন্য আগামী ২১ অগাস্ট অর্থাৎ রবিবার নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দমদমগামী ট্রেন ডাউন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ওইদিন উত্তর –দক্ষিণ রুটের আপ মেট্রো ট্রেনগুলি কবি সুভাষ স্টেশনের ডাউন লাইনের প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে।

    এতদিন আপ লাইনের প্ল্যাটফর্ম থেকেই এই ট্রেনগুলি ছাড়ত। কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছৈ, রবিবার স্টেশনের ৩৩৮৪এ পয়েন্টে রিপায়ারিংয়ের কাজ হবে। যার জেরে আপ লাইনের প্ল্যাটফর্মের মেট্রো চলাচল সাময়িক বন্ধ রাখা হবে। অন্যান্যদিনের মতো, দিনের প্রথম পাঁচটি দমদমগামী এবং দক্ষিণেশ্বরগামী মেট্রো কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। রিপেয়ারিংয়ের কাজ শুরু হলে, ডাউন প্ল্যাটফর্ম থেকে আপ ট্রেনগুলিকে ছাড়া হবে।

    Kabi Subhash Metro station কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মে বদল, ডাউন লাইনেই ছাড়বে দমদম ও দক্ষিণেশ্বরগামী মেট্রো।

    Tender On Anubrata নগদ ৫ কোটি ৬৩ লাখ, ৪৬ লাখের গাড়ি! অনুব্রতর বিরুদ্ধে মুখ খুললেন বীরভূমের দুই ব্যবসায়ী।

    Nabanna & Pourasova পুরসভা ও পুরনিগমগুলির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কড়া পদক্ষেপ নবান্নের।

    Nabanna Karmosangsthan রাজ্যে আরও ৫টি শিল্পতালুকের ঘোষণা নবান্নের, কর্মসংস্থানের সুযোগ।

    MORE NEWS – এসএসসি দুর্নীতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা, অনুমান ইডির।

    এসএসসি দুর্নীতি কাণ্ডের (SSC Scam vs ED) শিকড় ক্রমশ আরও গভীরে যাচ্ছে! ঠিক যেন সিনে জগতের মতো একের পর এক খাজানার দরজা খুলছে। অন্তত তেমনটাই দাবি ইডি-র। তাদের অভিযোগ, এই দুর্নীতি কাণ্ডে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়ে থাকতে পারে। এই টাকার একটা অংশ যে হাওয়ালার মাধ্যমে পাচার হয়েছে বিদেশে সে তথ্য আগেই সামনে এসেছে। পার্থ’র হাত ধরে যে সব আর্থিক দুর্নীতির ঘটনা ঘটেছে, তার প্রায় ৯০ শতাংশ অর্থই হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হয়ে গিয়েছে। এবার ইডির আধিকারিকদের দাবি, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments