More
    Homeঅনান্যIndependence day স্বাধীনতা দিবসের আগে প্রোফাইল ছবি বদল মুখ্যমন্ত্রীর।

    Independence day স্বাধীনতা দিবসের আগে প্রোফাইল ছবি বদল মুখ্যমন্ত্রীর।

    Today Kolkata:- Independence day ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের আগে নিজের টুইটার হ্যান্ডলের ‘ডিসপ্লে’ ছবি (ডিপি) বদলালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে টুইটারে দেশপ্রেমের বার্তাও দিলেন তিনি। শনিবার ৩০ জন বিপ্লবীর ছবি এবং ভারতের জাতীয় পতাকার তিন রঙ সম্বলিত গ্রাফিক প্রোফাইল ছবিতে টাঙিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে প্রোফাইল ছবি বদল করা হয়েছে। দেশজুড়ে স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। ভারতের সব রাজ্যে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কেন্দ্রের তরফে হর ঘর তিরঙা কর্মসূচির কথা আগেই ঘোষণা করা হয়েছে। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল ছবি বদল করলেন। এর পাশাপাশি ভারতবর্ষ সম্পর্কে নিজের ধারণার কথা অল্প কথায় ব্যক্ত করেছেন তৃণমূল নেত্রী।

    রাজ্যবাসীর কাছ থেকে দেশ সম্পর্কে ধারণাও জানতে চেয়েছেন তিনি#MyIdeaForIndiaAt75 এই হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ধারণার কথা তুলে ধরেছেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভারত মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ধর্ম, নানা সংস্কৃতি হাত ধরাধরি করে চলে। গণতান্ত্রিক মতামত ও অধিকার যেখানে রক্ষা হয়। এটাই আমাদের ভারত। এমন বৈশিষ্ট্য নিয়ে কি আমরা গর্ব করব না?’ এরপর তিনি যোগ করেন,  কিন্তু আমাদের মতামতের তারতম্য তো হতে পারে। আপনার কাছে দেশের ধারণা কী? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ফেসবুকে নিজের প্রোফাইল ছবিতে একই ছবি টাঙিয়েছেন। এমনকী, এই ছবিই ব্যবহার করে বদল করা হয়েছে তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইল পিকচারও। তৃণমূল নেতা-কর্মীরাও প্রোফাইল পিকচার বদলাতে শুরু করেছেন।

    Independence day স্বাধীনতা দিবসের আগে প্রোফাইল ছবি বদল মুখ্যমন্ত্রীর।

    MORE NEWS – প্রতিদিন ৩০ লক্ষ আয় অনুব্রতর! স্তম্ভিত সিবিআই।

    আদালতের নির্দেশে বাংলার বুকে গরু পাচার কাণ্ডে তদন্তে নাম জড়িয়েছে বীরভূমের দুর্দন্ডপ্রতাপশালী নেতা তথা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ১০০ কোটি টাকার নগদ, সোনা ও সম্পত্তির হদিশ। সেই সম্পত্তি কার আর কীভাবে এল তা জানতেই সিবিআই ১০ বার তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু তিনি হাজিরা দিয়েছেন মাত্র ১ বার। বর্তমানে অবশ্য আদালতে নির্দেশে তাঁর সিবিআই হেফাজত হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments