More
    HomeখবরSonajhuri hat অনুব্রতর গ্রেফতারির প্রতিবাদে সোনাঝুরির হাট বন্ধ করলেন দলীয় নেতারা।

    Sonajhuri hat অনুব্রতর গ্রেফতারির প্রতিবাদে সোনাঝুরির হাট বন্ধ করলেন দলীয় নেতারা।

    Today Kolkata:- গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার করা হয়েছে। সেই প্রতিবাদে শনিবার হাট বন্ধ (Sonajhuri hat) করে দেন স্থানীয় তৃণমূল নেতারা৷ তৃণমূল নেতাদের তরফে রীতিমতো মাইকে করে ঘোষণা করা হয়, ‘অনুব্রত মণ্ডলের জন্য এই হাটের শিল্পীরা রোজগার করেন। কিন্ত তাঁকে অনৈতিকভাবে গ্রেফতার করা হয়েছে। সেই প্রতিবাদে বন্ধ থাকবে হাট৷ ‘শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলে খোয়াই হাট৷ সপ্তাহের অন্যান্য দিন এই হাট বসলেও প্রতি শনিবার তা বড় আকারে বসে। অসংখ্য মানুষ ভিড় জমান। লক্ষ লক্ষ টাকার হস্তশিল্প, পোষাক, গহনার বিকিকিনি হয়৷ এখানে বেড়াতে এসে পর্যটকরা সোনাঝুরির হাটে কেনাকাটা করার অপেক্ষায় থাকেন৷

    কিন্তু এদিন হাট বন্ধ থাকায় পর্যটকরা একদিকে যেমন হতাশ, তেমনই ক্ষুব্ধ৷ অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরদিনই প্রতিবাদ মিছিল করেন তৃণমূলের নেতা, কর্মীরা৷ বীরভূমের অনুগামী নেতাদের মুখে বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারিও শোনা গিয়েছে৷ কেউ বলছেন বিরোধীদের পিঠে চড়াম চড়াম ঢাক বাজবে, কেউ আবার বিরোধীদের মাজা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন৷ এই বিতর্কের মধ্যেই এবার অনুব্রতর গ্রেফতারির প্রতিবাদে ঐতিহ্যবাহী সোনাঝুরির হাট বন্ধ থাকল৷

    Sonajhuri hat অনুব্রতর গ্রেফতারির প্রতিবাদে সোনাঝুরির হাট বন্ধ করলেন দলীয় নেতারা।

    Coal Scam Case কয়লাপাচার-কাণ্ডে আট আইপিএস আধিকারিককে ১৫ আগস্টের পর দিল্লিতে তলব ইডির।

    CBI & SSC Corruption এসএসসি নিয়োগ দুর্নীতিতে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই।

    Kolkata high court অঙ্কিতার ফেরানো বাকি কিস্তির টাকা পেলেন ববিতা।

    MORE NEWS – গরুপাচার করা হতো দু’টি পশু হাট থেকে, কেষ্টবিষ্টুরা জড়িত বলে সিবিআইয়ের দাবি।

    অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করার পর গরু পাচারের তদন্তে নেমে বীরভূমে দু’টি বড় পশু হাটের উপর তাঁদের নজর পড়েছে সিবিআইয়ের। অভিযোগ, এই দুই জায়গা থেকেই নিয়ন্ত্রণ করা হতো গরু পাচার। এমনটাই দাবি সিবিআইয়ের। এও জানতে পেরেছে, এর সঙ্গে কীভাবে জড়িত ছিলেন পুলিশ ও প্রশাসনের একাংশ এবং শাসকদলের কেষ্টবিষ্টুরা। আবার আন্তর্জাতিক গরু পাচারের কিংপিন এনামুল হকের নামে গরু বিক্রির ভুয়ো চালান তৈরি করা হত। রাজ্যের বিভিন্ন পশুহাট পরিচালন কর্তৃপক্ষকে চাপ দিয়ে এনামুলের নামে গরু বিক্রির ভুয়ো চালান সংগ্রহ করতেন অনুব্রত। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, ‘‘আমি সেই সময় দায়িত্বে ছিলাম না। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments