More
    Homeঅনান্যKolkata high court অঙ্কিতার ফেরানো বাকি কিস্তির টাকা পেলেন ববিতা।

    Kolkata high court অঙ্কিতার ফেরানো বাকি কিস্তির টাকা পেলেন ববিতা।

    Today kolkata:- Kolkata high court আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। এদিকে ববিতা সরকার নামে মামলাকারীকে বঞ্চনা করেই চাকরি দেওয়া হয়েছিল অঙ্কিতাকে। এমনটাই অভিযোগ। বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ৪৩ মাস ধরে পাওয়া বেতনের সব টাকা দুটি কিস্তিতে ফেরৎ দিতে হবে। ২৮ জুলাই প্রথম কিস্তির সেই টাকা পেয়েছিলেন ববিতা সরকার। ১ হাজার ৮৭ টাকা সুদ সহ পেয়েছিলেন ৭ লাখ ৯৮ হাজার ২৯৯ টাকা। আজ, শুক্রবার সুদে আসলে পেলেন দ্বিতীয় কিস্তির টাকা। উল্লেখ্য, মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ম না মেনে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন চাকরিপ্রার্থীরা। যে স্কুলে মন্ত্রীকন্যা চাকরি করতেন সেই চাকরির দাবিদার ছিলেন ববিতা সরকার। কিন্ত অভিযোগ, যোগ্য চাকরি প্রার্থীকে অন্যায়ভাবে টপকে অঙ্কিতা শিক্ষিকার পদে বসে পড়েছিলেন। বেশ কয়েকবছর চাকরিও করছিলেন। এরপরই এনিয়ে মামলা হয়। শুরু হয় তদন্তও।

    তারপরই আদালতের নির্দেশে অঙ্কিতাকে চাকরি থেকে অপসারণ করা হয়। সেই জায়গায় নিয়োগ করা হয় ববিতা সরকারকে। এমনকী, এতদিন চাকরি করে যত বেতন পেয়েছেন অঙ্কিতা সেই বেতনের পুরো টাকা ববিতাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ মেনে মন্ত্রীকন্যা দুটি কিস্তিতে বেতনের টাকা আদালতে জমা দেন। প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বরে চাকরিতে যোগ দিয়েছিলেন অঙ্কিতা অধিকারী। বেতনের বেসিক ছিল ১৫ হাজার ৯৬০ টাকা। ১৫ শতাংশ এইচআরএ। মেডিক্যালে বরাদ্দ ছিল ৩ শতাংশ। মোট বেতন ছিল ৩৮ হাজার ৬০৪ টাকা। ১ বছরে তাঁর বেতন বেড়ে হয়েছিল ৪৯ হাজার ৪৯০ টাকা। টানা ৪১ মাসের বেতন মিলিয়ে সেই টাকার পরিমাণ দাঁড়ায় ২০ লক্ষ ২৯ হাজার টাকা।

    Kolkata high court অঙ্কিতার ফেরানো বাকি কিস্তির টাকা পেলেন ববিতা।

    MORE NEWS – TATA গ্রুপের এই শেয়ারের দাম হতে পারে ‘ডবল’।

    টাটা গোষ্ঠীর স্টকগুলি সব সময়ই বিনিয়োগকারীদের পছন্দের তালিকার উপরে থাকে। এর মূল কারণ, এই স্টকগুলি থেকে স্থিতিশীল রিটার্ন পাওয়া যায়। Tata Elxsi Limited একটি মিডক্যাপ কোম্পানি। মূলত আইটি সফটওয়ার সেক্টরে এই কোম্পানিটি কাজ করে। স্টকটি গত এক বছরে বিনিয়োগকারীদের সম্পদ দ্বিগুণেরও বেশি, ৯,৭০৪ টাকা করে দিয়েছে বলে দাবি। বিশ্লেষকদের কথায়, যে বিনিয়োগকারীরা টাটা গ্রুপের এই স্টকে এখন বিনিয়োগের কথা ভাবছেন, তাঁরা আগামী ৬ মাসে ১০,০০০-১৭,০০০ টাকার লক্ষ্য নিয়ে এগোতে পারেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments