More
    HomeখবরJhargram প্রাপ্য টাকা নিয়ে রাখছে', কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর।

    Jhargram প্রাপ্য টাকা নিয়ে রাখছে’, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর।

    Today Kolkata:- Jhargram তিন দিনের ঝাড়গ্রাম সফর শেষে বুধবার কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ঝাড়গ্রামে দাঁড়িয়ে এদিন ফের কেন্দ্র সরকারের উদ্দেশে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করে তিনি বলেন ‘এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র।’‌ একশো দিনের কাজের প্রাপ্য টাকা বকেয়া নিয়ে রাজ্য–কেন্দ্র বিরোধ অব্যাহত। কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ায় কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার আবেদন জানিয়েও অর্থ মেলেনি বলে অভিযোগ। এবার সেই টাকা আদায়ে আন্দোলনের ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে কটাক্ষ মমতা বলেন, “টাকা কেন আটকাবে?

    Panchyat election মঙ্গলবার ঝাড়গ্রাম সফরে মমতা, লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন।

    সব প্রাপ্য টাকা নিয়ে রাখছে৷ আমাদের টাকা কেন দেবে না? আমি ওয়াচ করছি ওরা কুকথা নিয়ে ব্যস্ত৷ উন্নয়নের কথা এদের মুখে নেই। সময় হলেই আন্দোলন করব।’ এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে সম্প্রতি দুর্নীতি-কাণ্ডে ধৃত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের একটি বাড়ির দলিল উদ্ধার হয়েছে। সেই বিষয়েও মুখ খোলেন মমতা। তিনি বলেন, ”অর্পিতা নামে একজন মেয়ের বাড়ি থেকে কারও দলিল উদ্ধার হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। তাহলে বিজেপি নেতার দলিল যদি কারও বাড়ি থেকে উদ্ধার হয়, তাহলে সেই নেতাকে গ্রেফতার করা হবে না কেন?”

    Jhargram প্রাপ্য টাকা নিয়ে রাখছে’, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর।

    November weather নভেম্বরেই শীতের স্পেল, দক্ষিণে বৃষ্টি, উত্তরে তুষারপাতে বাড়বে ঠাণ্ডা।

    MORE NEWS – জেপি নাড্ডা নয়, গুজরাতের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন অমিত শাহ, খোঁচা অভিষেকের।

    দলের সভাপতি জেপি নাড্ডা। অথচ, তাঁকে এড়িয়ে গুজরাট নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে দিলেন দলের প্রাক্তন সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আরও একবার বুঝিয়ে দিলেন, বিজেপির দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে শেষকথা তিনিই। বিজেপির অন্দরে অমিত শাহর এই দাপটকে একনায়কতন্ত্র বলে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনিতে যে কোনও রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন, সেটা দলের বিধায়করা ঠিক করেন। যদি ভোটের আগে কাউকে মুখ হিসাবে তুলে ধরার দরকার পড়ে, তাহলে সেটাও সাধারণত বিজেপির সভাপতি ঘোষণা করে থাকেন। এই মুহূর্তে বিজেপির সভাপতি জেপি নাড্ডা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments