More
    Homeখবরদিলীপকে গ্রেফতার নয় কেন? পার্থ-অর্পিতার প্রসঙ্গ টেনে সোচ্চার মমতাও।

    দিলীপকে গ্রেফতার নয় কেন? পার্থ-অর্পিতার প্রসঙ্গ টেনে সোচ্চার মমতাও।

    Today Kolkata:- ‘আইন অনুযায়ী অর্পিতা গ্রেফতার হয়েছে। কেন আপনাদের নেতা গ্রেফতার হবে না’। বিজেপিকে সরাসরি তুলোধনা করে সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রসন্ন রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দিলীপ ঘোষের ফ্ল্যাটের দলিল। ইতিমধ্যেই এই নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এবার এই নিয়ে সরাসরি মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘অর্পিতার বাড়ি থেকে কারও দলিল উদ্ধার হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাহলে বিজেপি নেতার দলিল যদি কারও বাড়ি থেকে উদ্ধার হয়, তাহলে সেই নেতাকে কেন গ্রেফতার করা হবে না?’ উল্লেখ্য, মঙ্গলবার একই প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

    Jhargram প্রাপ্য টাকা নিয়ে রাখছে', কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর।

    তিনি বলেছিলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযানের সময় অর্পিতার নামে দলিল পাওয়া গিয়েছে। তাই অর্পিতার বাড়িতে তল্লাশি চালানো হয়। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। প্রসন্ন রায়ের বাড়িতেও দিলীপ ঘোষের দলিল পাওয়া গিয়েছে। তা হলে দিলীপ ঘোষের বাড়িতে কেন তল্লাশি হল না?” বুধবার মমতার বক্তব্য প্রসঙ্গে দিলীপের জবাব, ‘‘আমি তো লুকিয়ে কিছু করিনি। ব্যাঙ্ক থেকে লোন নিয়েছি। ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) নেতাদের মতো লুকিয়ে করিনি। ওঁর হাতে তো ক্ষমতা রয়েছে। তাহলে আমার পিছনে সিআইডি লাগান। দুধ আর জল একদম পরিষ্কার হয়ে যাবে।’’

    দিলীপকে গ্রেফতার নয় কেন? পার্থ-অর্পিতার প্রসঙ্গ টেনে সোচ্চার মমতাও।

    জেপি নাড্ডা নয়, গুজরাতের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন অমিত শাহ, খোঁচা অভিষেকের।

    ভরসন্ধেয় রায়গঞ্জে খুন গৃহবধূ , রায়গঞ্জে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধার।

    বিচারকের আসনে এবার তৃতীয় লিঙ্গের প্রতিনিধি , ইতিহাস গড়ল চুঁচুড়া মহকুমা আদালত।

    MORE NEWS – নভেম্বরেই শীতের স্পেল, দক্ষিণে বৃষ্টি, উত্তরে তুষারপাতে বাড়বে ঠাণ্ডা।

    বঙ্গে ইতিমধ্যেই এক পা রেখেছে শীত। দু’পা রাখার আর দিন কয়েক মাত্র বাকি। এবার ঠান্ডা উপভোগ করার সময় এসেছে। হিমালয় এবং সংলগ্ন এলাকায় প্রবল তুষারপাত চলছে৷ যার প্রভাবে গোটা উত্তরভারতে শীতের দাপট বেশ ভালোভাবে অনুভূত হতে চলেছে। হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর এলাকায় চলছে তুষারপাত৷ ফলে হুড়হুড় করে তাপমাত্রার পতন শুরু হয়েছে। দিল্লি এবং কলকাতাতেও তাপমাত্রার পতন শুরু হয়েছে৷ আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments