More
    HomeখবরJob Card ১০০ দিনের সরকারি কাজের টাকায় শান্তনুর রিসর্ট ! মুখে কুলুপ...

    Job Card ১০০ দিনের সরকারি কাজের টাকায় শান্তনুর রিসর্ট ! মুখে কুলুপ এলাকাবাসীর।

    Today Kolkata:- Job Card ১০০ দিনের সরকারি কাজের নাম করে গ্রামবাসীদের দিয়ে নিজের কাজ করিয়ে নিয়েছেন বহিষ্কৃত যুব তৃণমূল (Trinamool Youth Congress) নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee) , এমনটাই অভিযোগ তুলছেন এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান। অভিযোগ, বলাগড়ে শান্তনুর যে রিসর্ট রয়েছে, তার চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে বেশ কিছু জমি। ১০০ দিনের কাজের টাকাতেই সেই কাজ করানো হয়েছে। একই সঙ্গে গ্রামবাসীদের কারও কারও অভিযোগ, শান্তনুর রিসর্টের কাজ করেও তাঁরা প্রাপ্য টাকা পাননি।

    ওই রিসর্টের জমির ভিতরেই ১০০ দিনের কাজের ফলক লাগানো রয়েছে। প্রাক্তন প্রধান আরও জানান, সব জেনেশুনেও ‘প্রভাবশালী’ শান্তনু (Santanu Banerjee) এবং তাঁর দলবলের ভয়ে তাঁকে চুপ করে থাকতে হয়েছিল। কারণ তাঁরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াতেন। বিশ্বনাথের কথায়, ‘‘ওদের বিরুদ্ধে প্রতিবাদের সাহস কারও ছিল না। গত পঞ্চায়েত নির্বাচনের সময় ওরা আমাকে মারধর করে। আমার এজেন্টকেও মেরে বুথ থেকে বার করে দেয়।’’

    খাতায়কলমে বলাগড়ের চাঁদড়া বটতলা এলাকার ওই রিসর্টের মালিক সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ। তিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনুর (Santanu Banerjee) ছায়াসঙ্গী। শনিবার সকালে তাঁকে বাড়ি থেকে তুলে রিসর্টে নিয়ে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকেরা। আকাশকে সঙ্গে নিয়েই তাঁরা এলাকা ঘুরে দেখেন।

    Job Card ১০০ দিনের সরকারি কাজের টাকায় শান্তনুর রিসর্ট ! মুখে কুলুপ এলাকাবাসীর।

    Weather Today ধেয়ে আসছে তোলপাড় করা বৃষ্টি , রাজ্যজুড়ে ক্রমশ বাড়বে এলোপাথাড়ি হাওয়ার দাপট!

    Rastashree রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিল্যান্যাসে ব্যাপক প্রচারাভিযানের নির্দেশ নবান্নের।

    Kolkata High Court মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা এখনই নয়, আদালতের নির্দেশে অপেক্ষায় বিকাশ।

    Arpita Mukherjee “সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে” , বিচারকের সামনে কাতর আর্তি অর্পিতার।

    MORE NEWS – ইডির জিজ্ঞাসাবাদে মুখ খুলে দিলেন মণীশ কোঠারি , চরম বিপদে কন্যা সহ অনুব্রত।

    ইডির জিজ্ঞাসাবাদে প্রবল চাপে। এবার অনুব্রতর (Anubrata Mondal) বিরুদ্ধে মুখ খুলতে শুরু করলেন মণীশ কোঠারি। জানা গিয়েছে, ইডি অফিসারদের মণীশ কোঠারি (Manish Kothari) জানিয়েছেন , গরু পাচারের কালো টাকাতেই অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলের নামে ১৬ কোটি টাকার ফিক্সট ডিপোজিট করা হয়। সূত্রের খবর, ইডির জেরায় কার্যত ভেঙে পড়েছেন মণীশ কোঠারি (Manish Kothari)। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments