More
    Homeঅনান্যLaxmi bhandar দেশের সব মহিলাই যেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা, লক্ষ্মীপুজোয় প্রার্থনা সুদীপ-নয়নার।

    Laxmi bhandar দেশের সব মহিলাই যেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা, লক্ষ্মীপুজোয় প্রার্থনা সুদীপ-নয়নার।

    Today Kolkata:- দুর্গাপুজো শেষ হতেই বাঙালির মেতেছে ধনদেবীর আরাধনায়। বাঙালির ঘরে ঘরে চলছে লক্ষ্মীপুজো। রবিবার লক্ষ্মী বন্দনায় ব্যস্ত গৃহস্থ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই। প্রতি বছরের মতো এবারও লক্ষ্মীপুজোয় ধন ও সম্পদের দেবীর আরাধনা চলছে তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে চলে ধন দেবীর আরাধনা। পুজোর সময় দু’হাত জোড় করে মায়ের কাছে প্রার্থনাও করেন সুদীপ-নয়না। কী চাইলেন মায়ের কাছে? রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প (Laxmi bhandar) শুরু করেছেন। দেশের সব মহিলারাই যাতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান।

    সেই প্রার্থনাই এদিন লক্ষ্মী প্রতিমার কাছে করলেন তৃণমূলের সাংসদ ও বিধায়ক দম্পতি। অবশ্য এইটুকু প্রার্থনাই নয়। আগামী দিনে প্রধানমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বসতে পারেন, সেই প্রার্থনাও করেছেন বন্দ্যোপাধ্যায় দম্পতি। জানা যায়, প্রতিবছরই ঘটা করে বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করেন নয়না দেবী। কুমোরটুলি থেকে প্রতিমা আনা থেকে শুরু করে পুজোর খুঁটিনাটি-সব কিছু একা হাতেই সামলান নয়না বন্দ্যোপাধ্যায়। নিষ্ঠা সহকারে পরিপাটি করে গোছান পুজোর কাজ। এবারও তার অন্যথা করেননি।

    Laxmi bhandar দেশের সব মহিলাই যেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা, লক্ষ্মীপুজোয় প্রার্থনা সুদীপ-নয়নার।

    Haridevpur অয়ন খুনের কিনারা, মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেই কি খুন?

    Corona Virus Report স্কুলের পোশাকেও বাসা বাঁধে করোনা ভাইরাস, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে।

    Kabir Suman টেলিভিশন চ্যানেলের সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা কবীর সুমনের।

    MORE NEWS – দুর্গাপুজোয় ৫০ হাজার কোটি টাকার বেশি লেনদেন, সাফল্যের দাবি ফিরহাদের।

    পুজোকে সামনে রেখে বিভিন্ন মাধ্যমে আয় বাড়ে। এবছর সেই ফর্মুলাতেই উপচে পড়েছে বাংলার কোষাগার। দুর্গাপুজোকে কেন্দ্র করে আর্থিক উন্নতির জোয়ার শুরু হয়েছে রাজ্যে। আগামী দিনে রাজ্যের অর্থনীতি আমূল পরিবর্তন হতে চলেছে। শনিবার রেড রোডে কার্নিভাল মঞ্চ থেকে একরাশ আশা নিয়ে এমনটাই দাবি করেন কলকাতার মেয়র তথা রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন কার্নিভাল শেষে আশার সঙ্গে তিনি জানান, ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে৷ ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল। এ বছর দুর্গোৎসবে প্রায় ৫০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments