More
    Homeঅনান্যSSC & Subiresh Bhattachariya চাকরিপ্রার্থীদের নম্বর বদল হয়েছে সুবীরেশের কথায়, দাবি সিবিআইয়ের!...

    SSC & Subiresh Bhattachariya চাকরিপ্রার্থীদের নম্বর বদল হয়েছে সুবীরেশের কথায়, দাবি সিবিআইয়ের! ফের জেল হেফাজত।

    Today Kolkata:- SSC & Subiresh Bhattachariya এসএসসির নিয়োগ দুর্নীতির মূলহোতা তিনিই। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল সিবিআই। তাঁর কথাতেই চাকরিপ্রার্থীদের মার্কশিটের নম্বর বদল করা হয়েছে বলে দাবি। সোমবার এই অভিযোগ তুলে তাঁর হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন করলেন সিবিআইয়ের আইনজীবী। ফের ১৯ অক্টোবর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। আদালত সূত্রে খবর, সুবীরেশ ভট্টাচার্যের আবেদন জানিয়ে তার আইনজীবী আদালতে বলেন, সুবীরেশের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে। জেলের খাবার খেতে পারছেন না।

    SSC recruitment notification অবশেষে ১১ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি’র।

    এ সব দিক বিচার করে তাঁকে জামিন দেওয়া হোক। সিবিআইয়ের আইনজীবী অবশ্য তাঁর জেল হেফাজত  বাড়ানোর আবেদন করেন। এই বিষয়ে সিবিআইয়ের আইনজীবীর তরফে দাবি জানানো হয়েছে,  চাকরিপ্রার্থীদের নম্বর পাল্টানো হয়েছে সুবিরেশের কথায়। বিভিন্ন ‘ডকুমেন্ট’ পরীক্ষা করা বাকি আছে। তাই এই পর্যায়ে জামিন সম্ভব না। তাছাড়া তিনি বৃহত্তর ষড়যন্ত্রকারী, প্রভাবশালী। ফলে তদন্তে প্রভাব পড়তে পারে। দুই পক্ষের সওয়াল জবাব শুনে আদালত সুবীরেশ ভট্টাচার্যকে ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

    SSC & Subiresh Bhattachariya চাকরিপ্রার্থীদের নম্বর বদল হয়েছে সুবীরেশের কথায়, দাবি সিবিআইয়ের! ফের জেল হেফাজত।

    Carnival Durga Puja 2022 সময়ের আগেই কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রী, আলোর মালা রেড রোডে।

    Corona Virus Report স্কুলের পোশাকেও বাসা বাঁধে করোনা ভাইরাস, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে।

    Corona Virus Report স্কুলের পোশাকেও বাসা বাঁধে করোনা ভাইরাস, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে।

    Purba Medinipur Administrative meeting উদ্বোধন ও শিলান্যাসের বন্যা, নজরে আজকের পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক।

    Weather update Uttarbanga উত্তরবঙ্গে ভারী বর্ষণ! তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হল জল।

    MORE NEWS – অনুব্রতর বিরুদ্ধে সিবিআই-এর সাক্ষী শতাব্দী।

    গরু পাচারকাণ্ডে ৫৭ দিনের মাথায় চার্জশিট পেশ করে সিবিআই। সাপ্লিমেন্টারি চার্জশিটে সাক্ষী হিসেবে নাম রয়েছে মোট ৯৫ জনের। তার মধ্যে শতাব্দী রায়ের নাম রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম থাকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শতাব্দীর বয়ান রেকর্ড করার পরেই তার নাম সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। মোট ৯৫ জন সাক্ষীর মধ্যে ৪৬ নম্বরে রয়েছে বীরভূমের সাংসদের নাম৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments