More
    Homeঅনান্যWeather update Uttarbanga উত্তরবঙ্গে ভারী বর্ষণ! তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হল জল।

    Weather update Uttarbanga উত্তরবঙ্গে ভারী বর্ষণ! তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হল জল।

    Today Kolkata:- Weather update Uttarbanga উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পর্যন্ত কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা। জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে রবিবার রাত থেকেই। আবহাওয়া দফতর আশঙ্কার সঙ্গে জানিয়েছে, আগামী কয়েকদিনে বাড়তে পারে তিস্তা-সহ জেলার নদীর জল। এদিকে জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজ থেকে ছাড়া হল অতিরিক্ত জল।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিস্তা বারেজ জল ছেড়েছে ১৮২৯.৫৯ কিউমেক। সেচ দফতর আধিকারিক জানান পাহাড়ে অবিরাম বৃষ্টির কারণে সিকিম ভুটান পাহাড়ে এবং সমতলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। তাই ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। সতর্কতা হিসেবে দোমহনি থেকে বাংলাদেশের অসংরক্ষিত এলাকাগুলিতে হলুদ সংকেত জারি থাকবে। পরিস্থিতির দিকে নজর রাখছে সেচ দফতর। সেন্ট্রাল ওয়ারহাউজিং কর্পোরেশন (CWC) অফিসার জানান, সারাক্ষণই তিস্তার ওপর নজরদারি চলছে। সেই নজরদারি তথ্য জেলা সেচ দফতর, জেলা শাসকের দফতর, দিল্লি অথবা গুয়াহাটি এবং বাংলাদেশেও পাঠাতে হচ্ছে।

    Weather update Uttarbanga উত্তরবঙ্গে ভারী বর্ষণ! তিস্তা ব্যারেজ থেকে ছাড়া হল জল।

    SSC & Subiresh Bhattachariya চাকরিপ্রার্থীদের নম্বর বদল হয়েছে সুবীরেশের কথায়, দাবি সিবিআইয়ের! ফের জেল হেফাজত।

    MORE NEWS – দেশের সব মহিলাই যেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা, লক্ষ্মীপুজোয় প্রার্থনা সুদীপ-নয়নার।

    দুর্গাপুজো শেষ হতেই বাঙালির মেতেছে ধনদেবীর আরাধনায়। বাঙালির ঘরে ঘরে চলছে লক্ষ্মীপুজো। রবিবার লক্ষ্মী বন্দনায় ব্যস্ত গৃহস্থ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই। প্রতি বছরের মতো এবারও লক্ষ্মীপুজোয় ধন ও সম্পদের দেবীর আরাধনা চলছে তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে চলে ধন দেবীর আরাধনা। পুজোর সময় দু’হাত জোড় করে মায়ের কাছে প্রার্থনাও করেন সুদীপ-নয়না। কী চাইলেন মায়ের কাছে? রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প (Laxmi bhandar) শুরু করেছেন। দেশের সব মহিলারাই যাতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments