More
    Homeঅনান্যShatabdi Roy vs Anubrata Mondal অনুব্রতর বিরুদ্ধে সিবিআই-এর সাক্ষী শতাব্দী।

    Shatabdi Roy vs Anubrata Mondal অনুব্রতর বিরুদ্ধে সিবিআই-এর সাক্ষী শতাব্দী।

    Today Kolkata:- Shatabdi Roy vs Anubrata Mondal গরু পাচারকাণ্ডে ৫৭ দিনের মাথায় চার্জশিট পেশ করে সিবিআই। সাপ্লিমেন্টারি চার্জশিটে সাক্ষী হিসেবে নাম রয়েছে মোট ৯৫ জনের। তার মধ্যে শতাব্দী রায়ের নাম রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম থাকাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শতাব্দীর বয়ান রেকর্ড করার পরেই তার নাম সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। মোট ৯৫ জন সাক্ষীর মধ্যে ৪৬ নম্বরে রয়েছে বীরভূমের সাংসদের নাম৷ সিবিআই-এর পক্ষ থেকে চার্জশিটে দাবি করা হয়েছে, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের দু’টি মোবাইল ফোনের কল রেকর্ড ডিটেলস থেকে শতাব্দী রায়ের মোবাইল নম্বর পাওয়া যায়৷ কেন তিনি সায়গলকে ফোন করেছিলেন, তা শতাব্দীর কাছে জানতে চান সিবিআই আধিকারিকরা৷

    Mangalcot bom blust মঙ্গলকোট বোমা বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস পেলেন অনুব্রত।

    অনুব্রতর বিরুদ্ধে সিবিআই শতাব্দীকে সাক্ষী করায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘শতাব্দী রায় বীরভূমের সাংসদ৷ অনুব্রত মণ্ডল তৃণমূলের জেলা সভাপতি৷ তাই কোনও প্রয়োজনে শতাব্দীর সচিব অনুব্রতকে ফোন করতেই পারেন৷ এ বিষয়ে আমার সঙ্গে শতাব্দীর কথাও হয়েছে৷’ সিবিআই কর্তাদের দাবি, অনুব্রতর সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম যে সায়গলই ছিলেন, শতাব্দীর বয়ানেই তা প্রমাণিত৷ কারণ শতাব্দি রায় নিজেই জানিচ্ছেন অনুব্রতর সঙ্গে কথা বলার জন্য তিনি সায়গলকে ফোন করেছিলেন।

    Shatabdi Roy vs Anubrata Mondal অনুব্রতর বিরুদ্ধে সিবিআই-এর সাক্ষী শতাব্দী।

    SSC & Subiresh Bhattachariya চাকরিপ্রার্থীদের নম্বর বদল হয়েছে সুবীরেশের কথায়, দাবি সিবিআইয়ের! ফের জেল হেফাজত।

    Carnival Durga Puja 2022 সময়ের আগেই কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রী, আলোর মালা রেড রোডে।

    Weather update saradin সারাদিনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল।

    শতাব্দীর থেকে এই মামলা সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলেও সিবিআই সূত্রে খবর৷ এদিকে শতাব্দী রায় দাবি করেছেন, ‘যে নম্বর থেকে আমি ফোন করেছি বলে দাবি করা হচ্ছে সেই ফোনটা বীরভূমে আমার ব্যক্তিগত সচিবের কাছে থাকে৷ তাছাড়া যদি কথা বলেও থাকি তাহলে কি বিরাট অপরাধ হয়েছে নাকি? উনি দলের জেলা সভাপতি আর আমি সাংসদ, কথা তো হতেই পারে৷ এর সঙ্গে গরুর কী সম্পর্ক রয়েছে ?’ ক্ষোভের সঙ্গে এই প্রশ্নের তোলেন তিনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments