More
    HomeখবরLocket & Agnimitra pol লকেট-অগ্নিমিত্রার 'সন্ত্রাস' নিদানে দিলীপের সমর্থন ! 'কেঁচো' 'সাপের'...

    Locket & Agnimitra pol লকেট-অগ্নিমিত্রার ‘সন্ত্রাস’ নিদানে দিলীপের সমর্থন ! ‘কেঁচো’ ‘সাপের’ তত্ত্বে পাল্টা ফিরহাদ।

    Today Kolkata:-Locket & Agnimitra Pol সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। বিরোধীকে ধরাশায়ী করতে তাই এখন থেকেই রাজনৈতিক দলগুলি বিভিন্ন পরিকল্পনায় ব্যস্ত। ‘সন্ত্রাসের সঙ্গে লড়াই করতে হলে সন্ত্রাসের পথেই হাঁটতে হয়।’ এমনটাই নিদান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘সন্ত্রাসের সঙ্গে লড়াই করতে গেলে সন্ত্রাসের পথেই হাঁটতে হয়। আমরা সেই পথেই হাঁটব। কেউ যদি ইট মারে, তাহলে পাটকেল খেতেই হবে। তাকে তো আর আমরা বরণ করতে পারব না। তবে সন্ত্রাসের মোকাবিলা করতে হবে সন্ত্রাসের মতো করেই।’ এমনটাই হুঁশিয়ারি তাঁর। ‘রাজ্য পুলিশের তদারকিতে পঞ্চায়েত ভোট হলে রক্তগঙ্গা বয়ে যাবে’ বলেও হুঙ্কার দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর মতে, “পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যদি শাসকদল হিংসার আশ্রয় নেয় তবে মারের বদলা হবে মার।”

    লকেট এবং অগ্নিমিত্রার আক্রমণাত্মক এহেন নিদানকে কার্যত সমর্থন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। লকেটের নিদান প্রসঙ্গে দিলীপ বলেন,’ যদি কেউ মারতে আসে তাহলে আমরা দাঁড়িয়ে মার খাব না। ভগবান কৃষ্ণ শান্তি স্থাপনের অনেক চেষ্টা করেছিলেন। কিন্ত যখন হল না, তখন শুরু হল যুদ্ধ। আমাদের বাঁচার অধিকার আছে, নির্বাচন লড়ার অধিকার আছে, ভোট লড়ার এবং গণতন্ত্রকে বাঁচাবার অধিকার আছে। আর এরজন্য যে পথে যেতে হবে আমরা সেই পথেই হাঁটব’।অন্যদিকে অগ্নিমিত্রার নিদান প্রসঙ্গে দিলীপের মন্তব্য, ‘ঠিকই বলেছেন । ২০১৮ তে যা বলেছিল, রেকর্ড হয়ে যাবে খুনোখুনির, সে জন্য তৃণমূল সেটাই চাইছে। ভয় দেখিয়ে কিম্বা পুলিশ ছাড়া কোনও ভোট তৃণমূল জিততে পারবে না। তবে এবারের পঞ্চায়েত ভোটে আমরা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করব।”

    Locket & Agnimitra pol লকেট-অগ্নিমিত্রার ‘সন্ত্রাস’ নিদানে দিলীপের সমর্থন ! ‘কেঁচো’ ‘সাপের’ তত্ত্বে পাল্টা ফিরহাদ।

    শিশুমৃত্যুকে কেন্দ্র করে আর জি কর মেডিক্যাল কলেজে উত্তেজনা ! চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের।

    এদিকে গেরুয়া শিবিরের এই হুমকির নিদান শুনে প্রতিক্রিয়ার শাসকদলের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘শান্তির বদলে শান্তি। শান্তিতে ভোট করাতে চাইলে আমিও শান্তিতে ভোট করাব। কিন্তু কেঁচো হয়ে যদি তুমি লাফাও তাহলে সাপ হয়ে আমি কখনোই ফণা তুলব না।” একই সঙ্গে বিরোধীকে নিশানা করে ফিরহাদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “উস্কানি দেওয়া বন্ধ করুন। বাংলায় পঞ্চায়েত নির্বাচন শান্তিতেই হবে’ বলে দাবি ফিরহাদের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments