More
    Homeঅনান্যWeather update ghurnabarto বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, তৈরি নিম্নচাপ।

    Weather update ghurnabarto বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, তৈরি নিম্নচাপ।

    Today Kolkata:- Weather update ghurnabarto চলতি বছর প্রকৃতির রোশানল যেন কমতেই চাইছে না। তৈরি হচ্ছে একের পর এক নিম্নচাপ। আর এর প্রভাবে একাধিক রাজ্যে বৃষ্টি অব্যাহত। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশন বঙ্গোপসাগর এবং তার লাগোয়া ভারত মহাসাগর সংলগ্ন এলাকায় এখনও অবস্থান করছে। এই মুহূর্তে তা সমুদ্রতলের ১,৫ কিলোমিটার ওপরে তা রয়েছে৷ তবে ধীরে ধীরে এটি আরও ঘনীভূত হয়ে সাইক্লোনে পরিণত হবে কিনা, তা এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন আবহবিদরা। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে।

    এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তুষারপাত ও বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে হরিয়ানার কাছে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে৷ শ্রীলঙ্কা সংলগ্ন বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে৷ যা আগামী ৪৮ ঘণ্টায় তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে ক্রমশ ঘনীভূত হওয়ার জোরালো সম্ভাবনা। উল্লেখ্য, চলতি বছর প্রায় শুরু থেকেই নিম্নচাপের জেরে জেরবার দুই বঙ্গই। দুর্গাপুজোতেও রেহাই মেলেনি অসুর বৃষ্টির হাত থেকে। তবে দাপট তেমন না থাকায় পুজো উপলক্ষে আনন্দে মেতেছিলেন বঙ্গবাসী।

    Weather update ghurnabarto বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, তৈরি নিম্নচাপ।

    রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভেঙে TMC পার্টি অফিস , ঘর ভাঙায় নিষেধাজ্ঞা কোর্টের

    Locket & Agnimitra pol লকেট-অগ্নিমিত্রার ‘সন্ত্রাস’ নিদানে দিলীপের সমর্থন ! ‘কেঁচো’ ‘সাপের’ তত্ত্বে পাল্টা ফিরহাদ।

    MORE NEWS – ফিরল ভয়াবহ স্মৃতি, রবীন্দ্র সরোবরে অনুশীলনের সময় উলটে গেল রোয়িং বোট, কপালজোরে রক্ষা।

    শনিবার সকালে রোয়িং অনুশীলনের সময় বোটটি উলটে যায়। পিছন দিকে উলটে পড়ে যান অনুশীলনকারী। যদিও তিনি নিজে সাঁতার জানেন বলে সাঁতরে অন্য পাড়ে উঠে যান। এরপর মিনিট পনেরোর মধ্যে রেসকিউ বোট রোয়িং বোটটিতে থাকা আরেকজনকে নিরাপদে উদ্ধার করেন। বড় বিপদ থেকে রক্ষা পেলেও মে মাসের দুর্ঘটনার স্মৃতি ফিরে এল। ওই দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু হয়েছিল। এরপর প্রায় ছ’মাস বন্ধ রবীন্দ্র সরোবরে বন্ধ ছিল রোয়িং, বোটিং। দিন পনেরো আগেই তা ফের চালু হয়েছে। কেএমডিএ-র সমস্ত নিয়মবিধি মেনে তবেই চালু করা হয়েছে রোয়িং অনুশীলন। কিন্তু তারপরও ফের দুর্ঘটনার সাক্ষী রইল লেক। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments