More
    Homeঅনান্যMalda গোটা দেশের সঙ্গে মালদাতেও সাড়ম্বরে পালিত হলো ইদুজ্জোহা উৎসব।

    Malda গোটা দেশের সঙ্গে মালদাতেও সাড়ম্বরে পালিত হলো ইদুজ্জোহা উৎসব।

    মালদা, ১০ জুলাই:- গোটা দেশের সঙ্গে মালদাতেও (Malda) সাড়ম্বরে পালিত হলো ইদুজ্জোহা উৎসব। সকাল সকাল বিভিন্ন মসজিদ প্রাঙ্গণ এলাকায় নামাজ পাঠের মাধ্যমে এই উৎসব পালন করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। রবিবার সকালে মালদা শহরের হায়দারপুর এলাকায় মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির পক্ষ থেকে নামাজ পাঠের আয়োজন করা হয়। সেখানে শুধুমাত্র মহিলারাই নামাজ পাঠে অংশ নিয়েছিলেন। সকলের মঙ্গল কামনায় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও দোয়া করেন মুসলিম ধর্মপ্রাণ মহিলারা। এই নামাজ পাঠের পর ওই কমিটির পক্ষ থেকে সকল মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা জানানো হয়। এবং করোনা মহামারী যাতে গোটা দেশ থেকে নির্মূল হতে পারে সেই কথাও ওই মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির পক্ষ থেকেও জানানো হয়। নামাজ পাঠের পর একে অপরকে উপলক্ষে শুভেচ্ছা জানান মুসলিম মহিলারা।

    Malda গোটা দেশের সঙ্গে মালদাতেও সাড়ম্বরে পালিত হলো ইদুজ্জোহা উৎসব।

    Bangladesh বাংলাদেশে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে।

    MORE NEWS – ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখের মহান উদ্যোগ।

    বিশিষ্ট সমাজসেবী এবং ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় লক্ষীপুর সমাজের কবরস্থানের সংরক্ষণ ঘর ও নবনির্মিত ওজুখানার আনুষ্ঠানিক উদ্বোধন। শনিবার বিকেল পাঁচটা নাগাদ ইংরেজ বাজার (English bazar) ব্লকের লক্ষীপুর এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় কবরস্থানের সংরক্ষণ ঘর ও নবনির্মিত ওজুখানার। এর পাশাপাশি ঈদ উপলক্ষে শতাধিক দুঃস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র।
    এক দিকে উল্টো রথ অন্যদিকে ঈদ উৎসব। এই সন্ধীক্ষণে এই উদ্যোগকে সাধুবাদ জানান সর্ব ধর্মের মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধায়িকা সাবিত্রী মিত্র, আব্দুর রহিম বক্সি, ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, CONTINUE READING

    MORE NEWS – এলাকার বাসিন্দাদের স্বার্থে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো জলপাইগুড়ির আরবিন্দ নগর জনকল্যান সমিতি।

    দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পরে, এলাকার বাসিন্দাদের স্বার্থে আবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো জলপাইগুড়ি শহরের আরবিন্দ নগর জন কল্যান সমিতি। শনিবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের সাথে যৌথ উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয় সমিতির কার্যালয়ে। উদ্যোগক্তাদের বক্তব্য বেশ কিছু কারণে এই সমাজসেবা মুলক কাজ বন্ধ, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments