More
    Homeঅনান্যমালদা শহরের আবর্জনা সমস্যা মিটানোর লক্ষ্যে ভাগার এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক...

    মালদা শহরের আবর্জনা সমস্যা মিটানোর লক্ষ্যে ভাগার এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া।

    মালদা:- মালদা শহরের আবর্জনা সমস্যা মিটানোর লক্ষ্যে ভাগার এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া ও ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। ইংরেজ বাজার থানার কাঞ্চনটার সীমান্ত এলাকায় ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন মালদা জেলা শাসক নিতীন সিংহানিয়া এবং ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। গত কয়েকবছর ধরে ভাগার সমষ্যা ছিল ইংরেজ বাজার পৌরসভার।স্থায়ী ভাগার না থাকায় রাস্তার ধারে যেখানে সেখানে জমে থাকত আবর্জনার স্তূপ। শহরের বিভিন্ন এলাকায় যাতে আবর্জনা না জমে থাকে তার জন্য স্থায়ী ভাগার তৈরির লক্ষ্যে উদ্যোগ নেয় ইংরেজ বাজার পৌরসভা।
    আগামী কয়েক মাসের মধ্যে শহরের আবর্জনা সমষ্যা মিটবে বলে জানান ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

    মালদা শহরের আবর্জনা সমস্যা মিটানোর লক্ষ্যে ভাগার এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া।

    Bangladesh বাংলাদেশে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে।

    একুশে জুলাই য়ের মঞ্চে সকল তৃণমূল নেতা কর্মী সমর্থকদের যোগদান করার আহ্বান জানান কুনাল ঘোষ।

    দেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দ্রৌপদী মুর্মু কে সাহায্য করার আবেদন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    নন্দীগ্রামে জনসংযোগ শশক্তিকরণ যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

    Malda গোটা দেশের সঙ্গে মালদাতেও সাড়ম্বরে পালিত হলো ইদুজ্জোহা উৎসব।

    MORE NEWS – ভারতীয় জনতা পার্টি তরফে রাজ্যসভা জেলার বিভিন্ন জেট পিতে কার্যকারনী সভা করা হয়।

    ভারতীয় জনতা পার্টি তরফে রাজ্যসভা জেলার বিভিন্ন জেট পিতে কার্যকারনী সভ করা হয়। এই কার্যকারনী সভা করা হয় প্রতি বছর কারন আগামী এক বছর বিভিন্ন জেট পি গুলি সংগঠন গুলি কি ভাবে চলবে তানি আলোচনা আজকে হবিবপুর জেট পি চার zp-4 এর কার্যকারনী নিয়ে আলোচনা করা হলো। এছাড়াও রাজ্য সহ জেলা বিজেপি বিভিন্ন কাজ কর্ম নিয়ে আলোচনা করা হয় এদিন। হবিবপুর ZP-4 মণ্ডলের মণ্ডল কার্যকারণী সভা অনুষ্ঠিত হয়ে গেল শনিবার দুপুর বেলা হবিবপুর ব্লকের জিতু মঞ্চে, এদিন জেলা ও ব্লক নেতৃত্ব এবং ZP-4 মণ্ডলের সমস্ত শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি, নির্বাচিত সদস্য সদস্যা, নেতৃত্ব ও কার্যকর্তাদের নিয়ে আজকের এই সভা, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments