More
    Homeখবরভারতীয় জনতা পার্টি তরফে রাজ্যসভা জেলার বিভিন্ন জেট পিতে কার্যকারনী সভা করা...

    ভারতীয় জনতা পার্টি তরফে রাজ্যসভা জেলার বিভিন্ন জেট পিতে কার্যকারনী সভা করা হয়।

    মালদাঃ- ভারতীয় জনতা পার্টি তরফে রাজ্যসভা জেলার বিভিন্ন জেট পিতে কার্যকারনী সভ করা হয়। এই কার্যকারনী সভা করা হয় প্রতি বছর কারন আগামী এক বছর বিভিন্ন জেট পি গুলি সংগঠন গুলি কি ভাবে চলবে তানি আলোচনা আজকে হবিবপুর জেট পি চার zp-4 এর কার্যকারনী নিয়ে আলোচনা করা হলো। এছাড়াও রাজ্য সহ জেলা বিজেপি বিভিন্ন কাজ কর্ম নিয়ে আলোচনা করা হয় এদিন। হবিবপুর ZP-4 মণ্ডলের মণ্ডল কার্যকারণী সভা অনুষ্ঠিত হয়ে গেল শনিবার দুপুর বেলা হবিবপুর ব্লকের জিতু মঞ্চে, এদিন জেলা ও ব্লক নেতৃত্ব এবং ZP-4 মণ্ডলের সমস্ত শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি, নির্বাচিত সদস্য সদস্যা, নেতৃত্ব ও কার্যকর্তাদের নিয়ে আজকের এই সভা,

    উপস্থিত ছিলেন উজ্জল দত্ত, (জেলা সভাপতি উত্তর মালদা BJP) হবিবপুর ZP- 4 মন্ডলের সভাপতির স্বপন বর্মন, প্রতাপ সিং, ( সাধারণ সম্পাদক উত্তর মালদা BJP) সৌমিত্র রায়, জেনারেল সেক্রেটার, BJP উত্তর মালদা, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদিপ রায়- (সভাপতি হবিবপুর পঞ্চায়েত সমিতি ) মলিন মন্ডল ( মালদা জেলা পরিষদের সদস্য) সহ বিভিন্ন স্তরের কার্যকর্তা ও নেতৃত্বরা।

    ভারতীয় জনতা পার্টি তরফে রাজ্যসভা জেলার বিভিন্ন জেট পিতে কার্যকারনী সভা করা হয়।

    একুশে জুলাই য়ের মঞ্চে সকল তৃণমূল নেতা কর্মী সমর্থকদের যোগদান করার আহ্বান জানান কুনাল ঘোষ।

    MORE NEWS – একদিন পরই অর্থাৎ রবিবার বাংলাদেশে ইদুল আজহা অনুষ্ঠিত হবে।

    একদিন পরই অর্থাৎ রবিবার বাংলাদেশে ইদুল আজহা (Edul Aajha) অনুষ্ঠিত হবে। আপনজনের সঙ্গে ইদ করতে ঢাকার মানুষ গ্রামের বাড়ির পথে ছুটে চলেছেন। প্রতিবছরই এমনটা ঘটে। আর ঢাকাবাসী যেন-তেনভাবে ঘরমুখী হতে প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হয় না। মানুষ জীবনের ঝুকি নিয়ে ট্রেন, বাস, ট্রাক, লঞ্চ ও স্পিডবোটে বাড়ি ফিরছে। পরিবারের সঙ্গে ইদ উদযাপন করতে রেলপথে যাত্রীর চাপ অনেক বেড়েছে। ছুটির দিন শুক্রবার সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অতিরিক্ত যাত্রীর চাপে বগির চাকার স্প্রিং ভেঙে ট্রেনটি বিকল হয়ে যায়। ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়ে যমুনার ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আটকা পড়ে। তবে মেরামত শেষে ৬ ঘণ্টা পর ট্রেনটি আবার চালু হয়। CONTINUE READING

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments