More
    Homeঅনান্যEnglish bazar ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখের মহান উদ্যোগ।

    English bazar ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখের মহান উদ্যোগ।

    মালদা, ৯ জুলাই:- বিশিষ্ট সমাজসেবী এবং ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় লক্ষীপুর সমাজের কবরস্থানের সংরক্ষণ ঘর ও নবনির্মিত ওজুখানার আনুষ্ঠানিক উদ্বোধন। শনিবার বিকেল পাঁচটা নাগাদ ইংরেজ বাজার (English bazar) ব্লকের লক্ষীপুর এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় কবরস্থানের সংরক্ষণ ঘর ও নবনির্মিত ওজুখানার। এর পাশাপাশি ঈদ উপলক্ষে শতাধিক দুঃস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র।
    এক দিকে উল্টো রথ অন্যদিকে ঈদ উৎসব। এই সন্ধীক্ষণে এই উদ্যোগকে সাধুবাদ জানান সর্ব ধর্মের মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধায়িকা সাবিত্রী মিত্র, আব্দুর রহিম বক্সি, ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বপন মিশ্র, প্রতিভা সিংহ,আইএনটিটিইউসি এর জেলা সভাপতি শুভদীপ স্যান্যাল, ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর গৌতম দাস, কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যজিৎ চৌধুরী এবং উদ্যোক্তা মাইনুল সেখ সহ অন্যান্য অতিথিরা। ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখের মহান এই উদ্যোগ কে সাধুবাদ জানান অনুষ্ঠানে আগত অতিথিরা।

    English bazar ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখের মহান উদ্যোগ।

    একুশে জুলাই য়ের মঞ্চে সকল তৃণমূল নেতা কর্মী সমর্থকদের যোগদান করার আহ্বান জানান কুনাল ঘোষ।

    দেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দ্রৌপদী মুর্মু কে সাহায্য করার আবেদন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    Sodpur অটোর উপর দুষ্কৃতী হামলা ও ভাঙচুর, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা,সোদপুর রাসমণি এলাকায়।

    নন্দীগ্রামে জনসংযোগ শশক্তিকরণ যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

    MORE NEWS – জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবের ওপর প্রাণঘাতি হামলা।

    জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবের (Shinzo Abe) ওপর প্রাণঘাতি হামলা চালানো হয়েছে এবং আততায়ীর গুলিতে তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেও জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সাফল্যের সাথে পালন করছিলেন সিনজো আবে। কিন্তু আচমকাই অসুস্থতার কারনে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সরে দাঁড়ান তিনি। অসুস্থ থাকলেও দলীয় কর্মসূচীতে নিয়মিত যোগদান করছিলেন সিনজো। এদিন পশ্চিম জাপানের নারা শহরে তাঁর দল লিবারাল ডেমোক্রেটিক পার্টির একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন সিনজো আবে। সেই সময় আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে জাপানের এনএইচকে টেলিভিশন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments