More
    Homeঅনান্যহাওড়া থেকে অমরনাথ যাত্রায় যাওয়া তিন মহিলা নিখোঁজ কোনরকম সন্ধান পাচ্ছেন না...

    হাওড়া থেকে অমরনাথ যাত্রায় যাওয়া তিন মহিলা নিখোঁজ কোনরকম সন্ধান পাচ্ছেন না বাড়ির লোকেরা।

    Today Kolkata:- হাওড়া থেকে তিন মহিলা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, গত দুসরা জুলাই তারা হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস এ রওনা দেন। তারা ঠিক মতন যাচ্ছিলেন ফোনে বারবার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ ছিল কিন্তু কালকে থেকে ফোনে আর কোনো রকম যোগাযোগ করে করা যাচ্ছে না তারপরেই তারা খবরে বাড়ির লোক জানতে পারেন যে অমরনাথ যাওয়ার পথে একটা বড় বিপত্তি ঘটেছে তারপরে আরো উদ্বিগ্ন হয়ে পড়েন বাড়ির লোকেরা। তারা জানিয়েছেন যে কাল থেকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা চালানো হলো এখনো পর্যন্ত কোনো রকম যোগাযোগ হয়নি। তারা বারবার ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন কিন্তু এখনো কোনো রকম যোগাযোগ করা যেতে পারেনি তিন মহিলা হাওড়ার বাসিন্দা ঝুমা সিং শিলা সিং ও প্রীতি মান্না তারা হাওড়া ময়দান কিংস রোড ও বি ই কলেজ এলাকার বাসিন্দা রয়েছেন।

    হাওড়া থেকে অমরনাথ যাত্রায় যাওয়া তিন মহিলা নিখোঁজ কোনরকম সন্ধান পাচ্ছেন না বাড়ির লোকেরা।

    একুশে জুলাই য়ের মঞ্চে সকল তৃণমূল নেতা কর্মী সমর্থকদের যোগদান করার আহ্বান জানান কুনাল ঘোষ।

    মসলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত ট্রেন লাইন কাজ শুরুর উদ্যোগ নিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।

    Habibpur Block হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী সার্বজনীন বাজার কালী কমিটির উদ্যোগে শিবলিঙ্গ স্থাপন।

    বামফ্রন্ট ১০০ বছর পিছিয়ে দিয়েছে, আর এই সরকার একটা প্রজন্মকে পিছিয়ে দিলো, বুধবার বারাসতে এসে মন্তব্য অগ্নিমিত্রা পাল।

    MORE NEWS – ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখের মহান উদ্যোগ।

    বিশিষ্ট সমাজসেবী এবং ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য মাইনুল সেখের ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় লক্ষীপুর সমাজের কবরস্থানের সংরক্ষণ ঘর ও নবনির্মিত ওজুখানার আনুষ্ঠানিক উদ্বোধন। শনিবার বিকেল পাঁচটা নাগাদ ইংরেজ বাজার (English bazar) ব্লকের লক্ষীপুর এলাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় কবরস্থানের সংরক্ষণ ঘর ও নবনির্মিত ওজুখানার। এর পাশাপাশি ঈদ উপলক্ষে শতাধিক দুঃস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। এক দিকে উল্টো রথ অন্যদিকে ঈদ উৎসব। এই সন্ধীক্ষণে এই উদ্যোগকে সাধুবাদ জানান সর্ব ধর্মের মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধায়িকা সাবিত্রী মিত্র, আব্দুর রহিম বক্সি, ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments