More
    Homeঅনান্যHabibpur Block হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী সার্বজনীন বাজার কালী কমিটির উদ্যোগে শিবলিঙ্গ স্থাপন।

    Habibpur Block হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী সার্বজনীন বাজার কালী কমিটির উদ্যোগে শিবলিঙ্গ স্থাপন।

    Today Kolkata:- হবিবপুর ব্লকের (Habibpur Block) বুলবুলচন্ডী সার্বজনীন বাজার কালী কমিটির উদ্যোগে কালীমন্দির প্রাঙ্গণে একটি শিব মন্দির সহ শিব লিঙ্গ স্থাপন করা হচ্ছে কমিটির পক্ষ থেকে, সেটাকে কেন্দ্র করে বুলবুলচন্ডী বাজার কালী মন্দির প্রাঙ্গনে দুই দিনব্যাপী চলবে প্রতিষ্ঠা উৎসব। প্রথম দিন রবিবার সকাল থেকে শুভরাম্ভ ও মঙ্গলাচারণ,দিকপান, নবগ্রহ ও বিশ্বকর্মা পূজা ও মন্দির অভিষেক , বাস্তযাক ও অধিবাস এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধ্যা আরতি। এবং আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে গঙ্গাজল নিয়ে আসা, তারপর শিবলিঙ্গ নিয়ে নগর পরিক্রমা শিব শিব লিঙ্গ প্রতিষ্ঠা ও রুদ্র অভিষেক এরপর মহাযজ্ঞ এরপর ভক্তদের জন্য নরনারায়ণ সেবার আয়োজন করা হবে।

    Habibpur Block হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী সার্বজনীন বাজার কালী কমিটির উদ্যোগে শিবলিঙ্গ স্থাপন।

    মেদিনীপুর ও ঘাটাল জেলার নেতৃত্বদেরকে নিয়ে জেলা পরিষদ হলে বৈঠক ডাকেন দলের চেয়ারম্যান অজিত মাইতি।

    “ভিক্ষা নয় শিক্ষা চাই” এই অঙ্গীকারকে সামনে রেখে গড়বেতাতে কচিকাঁচাদের নিয়ে প্রশিক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠনের।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় কলকাতা কর্পোরেশনে সম্বর্ধনা অনুষ্ঠান।

    MORE NEWS – বিতর্কে আবাস যোজনা তদন্তে কেন্দ্রের ২ প্রতিনিধি দল।

    পিএম আবাস যোজনা কে বাংলা আবাস যোজনা (Awas yojana gramin) বলে চালাচ্ছে রাজ্য, এমন অভিযোগ ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এ তদন্তে আসলো কেন্দ্রের ২ জনের একটি প্রতিনিধি দল। আবাস যোজনায় যে বাড়িগুলি তারা পরিদর্শন করলেন বেশির ভাগ বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম লেখা থাকলেও সেটা মাত্র ৩-৪ দিন আগে বোর্ড লাগানো হয়েছে, CONTINUE READING

    MORE NEWS – বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন সুধাকর দালেলা।

    বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন সুধাকর দালেলা। বর্তমান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হতে চলেছেন। বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে বর্তমান রাষ্ট্রদূত গায়ত্রী ইসার কুমারের স্থলাভিষিক্ত হবেন। সুধাকর দালেলা বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের উপপ্রধান। তিনি এক সময় ঢাকায় ভারতীয় দূতাবাসে কূটনীতিক ছিলেন। তিনি ১৯৯৩ সালে বিদেশ মন্ত্রকে যোগ দেন। ইসরায়েলের তেল আবিব মিশন থেকে তিনি হিব্রু ভাষায় দক্ষতা অর্জন করেন। এরপর তিনি ব্রাসিলিয়া, শিকাগো, জেনেভা, ঢাকা এবং ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগেও তিনি ওয়াশিংটনে মিনিস্টার পলিটিক্যাল অ্যাফেয়ার্স হিসাবে কাজ করেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments