More
    Homeঅনান্যSodpur অটোর উপর দুষ্কৃতী হামলা ও ভাঙচুর, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা,সোদপুর...

    Sodpur অটোর উপর দুষ্কৃতী হামলা ও ভাঙচুর, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা,সোদপুর রাসমণি এলাকায়।

    Today Kolkata:- রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইক সরাতে বলেছিল অটোচালক, আর সেই বাইক সড়ানোকে কেন্দ্র করে অটোর ওপর দুষ্কৃতী হামলা, ভাঙচুর করা হলো অটো, অটোচালককে মারধর দুষ্কৃতীদের, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হলো সোদপুর (Sodpur) রাসমণি মোড় এলাকায়। প্রতিবাদে অটোচালকেরা পথ অবরোধ করে। অটোচালকদের দাবি যতক্ষণ না পর্যন্ত খরদহ থানার পুলিশ অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করবে ততক্ষণ সোদপুরের অটো রুট বন্ধ রাখবে অটোচালকেরা। ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত বুদুয়া নামে দুষ্কৃতীকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি খড়দহ থানার পুলিশ। তাকে খোঁজার তদন্ত চালাচ্ছে পুলিশ। অটো চালকদের উপর দিনের বেলায় দুষ্কৃতান্ডবের ঘটনায় যথেষ্টই আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন সোদপুর স্টেশন সংলগ্ন অটো রুটের অটোচালকেরা।

    Sodpur অটোর উপর দুষ্কৃতী হামলা ও ভাঙচুর,ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, সোদপুর রাসমণি এলাকায়।

    পূর্ব রেলওয়ে মালদা ডিভিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মহাবিদ্যালয় যাওয়ার জন্য পড়ুয়াদের বাস পরিষেবা আর দেওয়া হবে না।

    মসলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত ট্রেন লাইন কাজ শুরুর উদ্যোগ নিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।

    MORE NEWS – নন্দীগ্রামে জনসংযোগ শশক্তিকরণ যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

    বৃহষ্পতিবার নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আমদাবাদ ১ নম্বর অঞ্চল ও বিরুলিয়ার ঘোলপুকুর অঞ্চলের বুথে বুথে জনসংযোগ সশক্তিকরণ যাত্রা করেন। সর্বভারতীয় বিজেপি প্রত্যেক বিধায়ককে ২৫ টা বুথ এবং প্রত্যেক সংসদকে ১০০ টা বুথে যেতে বলেছে,এইভাবে আগামী ১মাস প্রত্যেকটা বুথে পরিক্রমা করবো জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আবু তাহেরের হাইকোর্টে জামিন না পাওয়া প্রসঙ্গে বলেন হাইকোর্টের রায়ের ব্যাপারে কিছু বলবনা। দেবব্রত মাইতি খুনের সাথে এরা সবাই যুক্ত,এদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত, কানিং এর তৃণমূল নেতা খুন হওয়া প্রসঙ্গে বলেন ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়, CONTINUE READING

    MORE NEWS – শুভংকর ভৌমকের ছবি “কলি ও অর্জুন” আসছে।

    এক ভাই আর এক বোনের গল্প । ছোট ভাই তার দিদিকে শ্বশুর বাড়িতে নির্ঘাত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে তার উপরেই পরিচালক শুভংকর ভৌমকের আসন্ন ছবি “কলি ও অর্জুন”। খুব শীঘ্রই কলকাতা ও জেলার বিভিন্ন প্রেক্ষাৃগৃহতে মুক্তি পেতে চলেছে। বি.সতীশের ক্যামেরায় , চেন্নাইর জগন বিল্লার ফাইটিং এ, জেমস অ্যান্থনির ড্যান্স পরিচালনায় এ ছবির সুরকার সৌমিত্র কুণ্ডু। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments