More
    Homeখবরনন্দীগ্রামে জনসংযোগ শশক্তিকরণ যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

    নন্দীগ্রামে জনসংযোগ শশক্তিকরণ যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

    Today Kolkata:- বৃহষ্পতিবার নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আমদাবাদ ১ নম্বর অঞ্চল ও বিরুলিয়ার ঘোলপুকুর অঞ্চলের বুথে বুথে জনসংযোগ সশক্তিকরণ যাত্রা করেন। সর্বভারতীয় বিজেপি প্রত্যেক বিধায়ককে ২৫ টা বুথ এবং প্রত্যেক সংসদকে ১০০ টা বুথে যেতে বলেছে,এইভাবে আগামী ১মাস প্রত্যেকটা বুথে পরিক্রমা করবো জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।আবু তাহেরের হাইকোর্টে জামিন না পাওয়া প্রসঙ্গে বলেন হাইকোর্টের রায়ের ব্যাপারে কিছু বলবনা। দেবব্রত মাইতি খুনের সাথে এরা সবাই যুক্ত,এদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত, কানিং এর তৃণমূল নেতা খুন হওয়া প্রসঙ্গে বলেন ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়, পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ি টাওয়ার বানাতে ব্যস্ত।মুখ্যমন্ত্রীর বাড়ি ৭০০০ এবং অভিষেক এর জন্যে ৪০০০ এবং বাকি পুলিশ বিরোধী দলনেতাকে আটকাতে ব্যস্ত তাই রাজ্যের আইনশৃঙ্খলা শিকেয় উঠেছে,মহুয়া মিত্র প্রসঙ্গে বলেন তৃণমূল কংগ্রেস পুরো দলটাই হিন্দু বিরোধী দল। জনসংযোগ যাত্রায় বিভিন্ন বাড়িতে যান এবং কেন্দ্রের বিভিন্ন স্কিম তাদের উপলব্ধ কিনা তা নথিভুক্ত করেন।

    নন্দীগ্রামে জনসংযোগ শশক্তিকরণ যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

    জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করল ভারত যাকাত মাঝি পরগনা মহল।

    ফুলবাড়ির মৃত টোটো চালকের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।

    বামফ্রন্ট ১০০ বছর পিছিয়ে দিয়েছে, আর এই সরকার একটা প্রজন্মকে পিছিয়ে দিলো, বুধবার বারাসতে এসে মন্তব্য অগ্নিমিত্রা পাল।

    MORE NEWS – মসলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত ট্রেন লাইন কাজ শুরুর উদ্যোগ নিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।

    মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত একটি রেলপথ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। এবারে মসলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত ট্রেন লাইন কাজ শুরুর উদ্যোগ নিলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর আজ মসলন্দপুর স্টেশন পরিদর্শন করলেন সাংসদ। তিনি জানালেন কথা দিয়েছিলেন তিনি যা কথা দেন তার মতন কাজ করেন। স্বরূপনগর পর্যন্ত জমি জট মিটেছে বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে তিনি চিঠি লিখেছিলেন এবং তাড়াতাড়ি কাজ শুরু হবে বলে জানালেন সংসদ। আজ মসলন্দপুর স্টেশনে বিশেষ ট্রেনে করে পরিদর্শন করতে আসেন ডিআরএম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শান্তনু ঠাকুর জানান তৃণমূল কি বলছে তা নিয়ে তিনি ভাবছেন, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments